মণি সিংহের আর্দশকে বাস্তবায়ন করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা, আজীবন বিপ্লবী কমরেড মণি সিংহের ৩১তম মৃত্যুবার্ষিকীতে পোস্তগোলাস্থ শ্যামপুর মহাশশ্মানে কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি সকাল ৮টায় তার সমাধি বেদীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সূত্রাপুর থানা সিপিবির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে ও বিকাশ সাহার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, ক্ষেতমজুর নেতা কমরেড মোতালেব হোসেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, টিইউসি সূত্রাপুর অঞ্চলের নেতা কমরেড সাইফুল ইসলাম সমীর, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ, ডিএসকের পরিচালক সামসুল আলম। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, কমরেড মণি সিংহ আমাদের পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। উপমহাদেশের কিংবদন্তী কমিউনিস্ট পার্টি গড়ে তোলায় কমরেড মণি সিংহর অতুলনীয় অবদান ছিল। জমিদারের উত্তরাধিকার হয়েও তিনি শ্রেণিচ্যুত হয়ে শ্রেণিসংগ্রামের পথ বেছে নেন। তিনি তার জীবনের সাথে মার্কসবাদ ও লেনিনবাদের চর্চার সমন্বয় করে প্রকৃত কমিউনিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার ত্যাগ ও সংগ্রাম আমদের অনুসরণ করতে হবে। বাংলাদেশের কৃষক-ক্ষেমমজুর ও মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি যে সংগ্রাম শুরু করেছিলেন আজ তা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। বক্তারা বলেন, বিদ্যমান পরিস্থিতি বদলাতে হবে, দেশে যে দুঃশাসন চলছে অব্যবস্থাপনা চলছে তা আর চলতে দেয়া যায় না। শোষন আজ তীব্র থেকে তীব্রতর। শ্রমিক তার অধিকার চাইলে তাকে গুলি করা হচ্ছে। দুর্নীতি করে হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। দেশের নির্মাতা মেহনতি মানুষ তার ন্যায্য হিস্যা পাচ্ছে না। উন্নয়নের নামে চলছে মেগা লুটপাট। জাতীয় সম্পদের লুটপাট চলছে। এক কথায় দেশে এই দুঃসাশন হটানো ছাড়া কোন উপায় নেই। ব্যবস্থা বদলাতে হবে তাই কমিউনিস্টদের আরো বেশি মেহনতি সাধারণ মানুষদের মাঝে যেতে হবে। বিকল্প গড়তেই হবে। সমাজতন্ত্রের লক্ষে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন করতেই হবে। আসুন আজ মণি সিংহের ৩১ তম মৃত্যুবাষির্কীতে এই শপথ আমরা নিয়ে এগিয়ে যাই। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, কাফি রতন, প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান হীরা, হাবিব ই্মন। কর্মসূচির শুরুতেই কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়; কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্যে দিয়ে স্মরণ সভা সমাপ্ত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..