কমরেড মিহির ঘোষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার কর

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য এবং পার্টির গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কমরেড মিহির ঘোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিবি। গত ১৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ দেশের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বাম প্রগতিশীল আন্দোলনের একজন পরীক্ষিত নেতা এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ। গাইবান্ধা জেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিটি ন্যায্য গণসংগ্রামে মিহির ঘোষ অন্যতম প্রধান নেতা। তাঁর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের কতিপয় স্থানীয় নেতা কর্তৃক রাষ্ট্রদ্রোহ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের প্রমাণ করে শাসক দল কতোটা অগণতান্ত্রিক এবং নিপীড়ক চরিত্র ধারণ করেছে। গাইবান্ধাসহ গোটা উত্তরবঙ্গে দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিপিবির ধারাবাহিক আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কতিপয় স্থানীয় নেতা এবং একটি সাম্প্রদায়িক, কায়েমি স্বার্থবাদী মহল বিগত ইউপি নির্বাচনকে ইস্যু করে সিপিবি নেতা কমরেড মিহির ঘোষের বিরুদ্ধে এই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। সিপিবির উল্লেখিত নেতৃবৃন্দ অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং মামলাবাজ চক্রের অপরাধের যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..