পাটকল চালু ও বকেয়া পাওনার দাবিতে ১ নভেম্বর ঢাকায় নাগরিক পরিষদের সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর নির্বাহী কমিটির এক সভা গত ৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় অস্থায়ী কার্যালয়ে পরিষদের আহবায়ক অ্যাড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন– বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, বাম গণতান্ত্রিক জোট ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক তালুকদার, শামস শারফিন শ্যামন প্রমুখ। সভায় ১০ অক্টোবর বিকেল ৪টায় জেলা সিপিবি কার্যালয়ে পাটকল, চিনিকল, আখচাষী, পাটচাষী জাতীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ১৯ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় খালিশপুর সিপিবি কার্যালয়ে নাগরিক পরিষদের নেতৃবৃন্দের আটক দিবস উপলক্ষে এক প্রতিবাদ সভা এবং আগামী ১ নভেম্বর, সোমবার রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ঢাকায় এক সমাবেশ করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..