প্রকৃত হকদাররা ভাতা পান না

Posted: 21 জুলাই, 2019

একতা প্রতিবেদক : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর জেলার পীরগাছা উপজেলা কমিটির উদ্যোগে বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তির যোগ্যদের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয় ও ইউনিয়ন পরিষদসমূহকে দুর্নীতিমুক্ত করার দাবি জানানো হয়। গত ১৮ জুলাই ২০১৯ মীর লোকমান হোসেনের সভাপতিত্বে পীরগাছা উপজেলার কারবালা মাঠে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি পীরগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাজু, উপজেলা কমিটির সদস্য জাবেদ আলী, আয়শা বেগম, রাজা মিয়া, মোবারক, জয়নব, জোসনা বেগম, হামিদুল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রকৃত দরিদ্র বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদান করা হয় না। স্থানীয় মেম্বার চেয়ারম্যান ভাতার অর্থ লুট করে ও ঘুষের বিনিময়ে ভাতা প্রদান করে। ভাতার প্রকৃত হকদাররা ভাতা হতে বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে ইউনিয়ন পরিষদের সকল দুর্নীতি লুটপাট বন্ধ করতে হবে। একই সাথে সকল ভাতার পরিমাণ ও পরিধি বৃদ্ধি করে প্রকৃত ব্যক্তিদের মাঝে ভাতা বিতরণ করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ইউএনও কার্যালয় ঘেরাও করে টিএনও’র কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে ঘেরাওয়ের অবস্থান কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন প্রধান এসে ক্ষেতমজুর সমিতির দাবি শোনেন এবং তাঁর কাছে সংগঠনের পক্ষ থেকে বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তির যোগ্য প্রকৃত ব্যক্তিদের তালিকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন প্রধান তাৎক্ষণিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তালিকা হস্তান্তর করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করলে সংগঠনের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে বলা হয়, দাবি বাস্তাবয়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।