জননেতা সৈয়দ আবু জাফর হাসপাতালে ভর্তি

Posted: 26 মে, 2019

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ আবু জাফর আহমেদ অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, কিডনী জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। সম্প্রতি তিনি ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত রোগ স্টিফেন জনসন সিনড্রোম এবং নিউমোনিয়ায় আক্রান্ত হন। তাঁকে গত ২০ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি অধ্যাপক মন্তোষ কুমার মন্ডলের তত্ত্বাবধানে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছেন। এছাড়াও অধ্যাপক (নেফ্রোলজি) শহীদুল ইসলাম, অধ্যাপক (কার্ডিয়াক সার্জারি) রেজওয়ানুল হক, অধ্যাপক (মেডিসিন) আরাফাত অধ্যাপক (চর্ম ও যৌন) মনির হোসেন, অধ্যাপক (চক্ষু) আবদুল খালেক তাঁর চিকিৎসায় যুক্ত আছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ হতে কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ফজলুর রহমান চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সৈয়দ আবু জাফর আহমেদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।