বাম গণতান্ত্রিক জোট

Posted: 12 মে, 2019

বাম গণতান্ত্রিক জোটের খুলনা জেলা প্রতিনিধি সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, খুলনা জেলা কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের খুলনা জেলা প্রতিনিধি সভা গত ২৭ এপ্রিল বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের খুলনা জেলা কমিটির সদস্য কাজী দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, ইউসিএলবি কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আজিজুর রহমান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আলী দুলাল, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, ইউসিএলবি মোস্তফা খালিদ খসরু, বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাসদ (মার্কসবাদী) রুহুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। বিজ্ঞপ্তি যশোরে বাম গণতান্ত্রিক জোটের কর্মীসভা বাম গণতান্ত্রিক জোট, যশোর জেলা শাখার আয়োজনে গত ২৬ এপ্রিল বিকাল ৪ টায় যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যশোর জেলা শাখার সমন্বয়ক শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, আব্দুল্লাহিল কাফি রতন, মানস নন্দী, আনছার আলী দুলাল, লিয়াকত আলী, তসলিমুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন কম গোলাম মোস্তফা। বৈষম্য মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের ৪৮ বছর পরে বৈষম্যের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্রহীনতা, জোর করে ভোট দখলের মধ্য দিয়ে ক্ষমতা দখল, সংবিধান লঙ্ঘন করে মুক্তবাজার অর্থনীতি, দুঃশাসন, প্রশাসনের উপর চরম নির্ভরতা, নারী নির্যাতনের ভয়াবহ রূপ লাভ, নির্বাচনের উপর মানুষের আস্থাহীনতার কারণে আগামী দিনে ধর্মান্ধতা ও মৌলবাদী অপশক্তি মাথা তুলে পূনরুত্থানের যে আশংকা সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে বিপ্লবী প্রতিরোধ গড়ে তুলতে সামনে সম্ভাব্য শক্তি বলতে বামগণতান্ত্রিক জোটকে শক্তিশালী করতে গ্রামে গঞ্জে-শহরে কৃষক-শ্রমিক-সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে আহ্বান জানানোর জন্য কর্মীদের প্রতি বিশেষ নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি চট্টগ্রাম বাম-গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সভা চট্টগ্রাম বাম-গণতান্ত্রিক জোটের উদ্যোগে গত ২৪ এপ্রিল দেশে দেশে ধর্মীয় মৌলবাদী ফ্যাসিস্টদের হত্যালীলা এবং বাংলাদেশের সর্বত্র নুসরাত রাফিসহ নারী-শিশু হত্যা, ধর্ষণের প্রতিবাদে নগরীর আন্দরকিল্লায় বিক্ষোভ সমাবেশ জোটের সমন্বয়ক কমিউনিস্ট পার্টির অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাসদের (মা.) অপু দাশগুপ্ত, গণসংহতির হাসান মারুফ রুমী, বাসদের নুরুল হুদা নিপু, কমিউনিস্ট পার্টির অমিত বড়ুয়া। সভা পরিচালনা করেন বাসদের ফখরুদ্দিন আবিদ।