প্রত্যাহার হচ্ছে অ্যাসাঞ্জের গ্রেপ্তারি পরোয়ানা

Posted: 11 ফেব্রুয়ারী, 2018

একতা বিদেশ ডেস্ক : ইকুয়েডর আনুষ্ঠানিকভাবে অ্যাসাঞ্জকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর এবার প্রত্যাহার হচ্ছে অ্যাসাঞ্জের নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা। যুক্তরাজ্যের একটি আদালত ৬ ফেব্রুয়ারি এই পরোয়ানা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। অ্যাসাঞ্জের লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাস ত্যাগের সুবিধার্থে আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাসাঞ্জ ওই দূতাবাসে ২০১২ সালের জুন থেকে গৃহবন্দি আছেন। এর আগে গত সপ্তাহে অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক সামার্স লন্ডনের একটি আদালতকে অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার উদ্দেশ্য অকার্যকরের দাবি করেন। আদালতকে মার্ক বলেন, অ্যাসাঞ্জ এখন যে পরিবেশে আছেন, তা কারাগারের চেয়ে কোনো অংশে কম নয়। ২০১০ সালে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তিনি ইকুয়েডরের ওই দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। অ্যাসাঞ্জের ভয় ছিল দূতাবাসের বাইরে গেলে তাঁকে গ্রেপ্তার করে সুইডেনের কাছে হস্তান্তর করা হবে। সুইডেন গত বছরই অ্যাসাঞ্জের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়। কিন্তু অ্যাসাঞ্জ নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে উপস্থিত হননি, জামিন আবেদনও করেননি। ফলে নিয়মমাফিক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাঁকে গ্রেপ্তার করতে পর্যন্ত তৎপর ছিল ব্রিটিশ পুলিশ। তবে আদালতের এ সিদ্ধান্তের পর পরিস্থিতি কোন দিকে যায় তা পরবর্তী সময়ে বলা যাবে।