ঠাকুরপাড়ায় বাম প্রতিনিধিদল

Posted: 19 নভেম্বর, 2017

একতা প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মিথ্যা অভিযোগ এনে হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে রংপুরের পাগলা পীরে ঠাকুর পাড়ায় যান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। গত ১০ নভেম্বর সরকারি দলের নেতৃবৃন্দের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার সুযোগে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মসজিদের মাইক ব্যবহার করে বিশ হাজার মানুষকে উসকানি দিয়ে নিরাপরাধ নিরীহ হিন্দুদের বাড়িতে আক্রমণ করে। তারা হিন্দুদের বেশ কয়েকটি বাড়ি ঘর পুড়িয়ে দেয়। সিপিবি-বাসদ ও বাম মোর্চার প্রতিনিধি দলে ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, শাহীন রহমান, বাসদ-এর কেন্দ্রীয় নেতা আব্দুল কুদ্দুস, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম মিঠু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফুল হক।