সাঁওতালদের ভিটেমাটি ফিরিয়ে দিতে হবে : কমরেড মনজুর

Posted: 12 নভেম্বর, 2017

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেছেন, এদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া সাঁওতালদের ভূমি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। সেইসঙ্গে যারা সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সিপিবি’র সাবেক সভাপতি আরো বলেন, ঘটনার একবছর পেরিয়ে গেলেও এরসঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনা খুবই দুঃখজনক। তিনি অবিলম্বে সাঁওতালদের বাপ-দাদার জমি থেকে উচ্ছদকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। সেইসঙ্গে তাদের ভিটেমাটি ফিরিয়ে দেয়ার দাবি করেন। সমাবেশে পঙ্কজ ভট্টাচার্য বলেন, গত বছরের এই দিনে সাঁওতাল পল্লিতে অগ্নিসংযোগ, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ একটি মহল যে অন্যায় করেছে অবিলন্বে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের উদ্দেশ্য করে বলেন, সাঁওতালদের সঙ্গে চুক্তি ভঙ্গ করে তাদের পৈত্রিক সম্পত্তিতে অর্থনৈতিক অঞ্চল করার যে স্বপ্ন আপনারা দেখছেন তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সাঁওতালরা এ দেশেই থাকবে। তারা তাদের পৈত্রিক সম্পত্তিতেই থাকবে। সভাপতির বক্তৃতায় সাঁওতাল নেতা ফিলিমন বাসকে বলেন, অবিলন্বে আমাদের পৈত্রিক সম্পত্তি ফেরত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামীতে সাঁওতাল-বাঙালি মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যে আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। সমাবেশের আগে কয়েক হাজার সাঁওতাল নারী-পুরুষ লাল পতাকা হাতে একটি শোক মিছিল নিয়ে প্রায় ৫ কিলোমিটার হেঁটে সমাবেশ স্থলে উপস্থিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জেড আই খান পান্না, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধার আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, ওয়ার্কার্স পার্টি নেতা অশোক সরকার, মানবাধিকার কর্মী শাহ মমিন জিন্না, জনউদ্যোগ কেন্দ্রীয় সদস্য সচিব তারিক হোসেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আদিবাসী নেতা রিনা মার্ডি ও রাফাইল হাযা প্রমুখ। সাঁওতাল হত্যকাণ্ড দিবস উপলক্ষে সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী বাঙালি সংহতি এই সমাবেশ কর্মসূচির আয়োজন করে।