কিম জং উনের সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Posted: 10 সেপ্টেম্বর, 2017

একতা বিদেশ ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নতুন শর্তারোপ করার জন্য দেশটি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়ায় তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত খসড়া প্রস্তাবনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে। এদিকে, বিশ্লেষকরা মনে করছেন, এবারো যুক্তরাষ্ট্রের প্রস্তাবনার বিরোধিতা করবে চীন ও রাশিইয়া। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনায় উত্তর কোরিয়ায় সকল তেল ও তেলজাত দ্রব্য সরবরাহ ও দেশটির টেক্সটাইল রপ্তানি শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রস্তাবনায় কিম জং উন ও দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, কিম ও উত্তর কোরিয়া সরকারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত, উত্তর কোরীয় শ্রমিকদের রাশিয়া ও চীনসহ অন্যান্য দেশে কাজের সুযোগ বন্ধ করার আহ্বান জানানো হয়। বৈদেশিক আয়ের রেমিটেন্স ও টেক্সটাইল রপ্তানি উত্তর কোরিয়ার আয়ের অন্যতম প্রধান দুইটি উৎস। তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবনার ব্যাপারে রাশিয়া ও চীন কি পদক্ষেপ গ্রহণ করবে তা এখনো পরিষ্কার নয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেন, চাপ প্রয়োগ ও শর্তারোপ উত্তর কোরিয়া সংকট সমাধান প্রচেষ্টার অর্ধেক অংশ মাত্র। বাকি অর্ধেক হলো সংলাপ ও সমঝোতা। যুক্তরাষ্ট্রের প্রস্তাবনার ব্যাপারে নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ছাড়া বিস্তারিত কিছু বলেননি তিনি। সম্প্রতি উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া হাইড্রোজেন বোমা তৈরি ও যুক্তরাষ্ট্রে হামলার ব্যাপারে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে দেশটি। পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য ইতিমধ্যেই উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। আগস্টে দেশটির ওপর নতুন করে কিছু শর্তারোপ করা হয়। দেশটির অন্যতম প্রধান পণ্য কয়লা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। এতে উত্তর কোরিয়ার ক্ষতি হবে ১ বিলিয়ন ডলার, যা দেশটির মোট রপ্তানি আয়ের এক তৃতীয়াংশ।