পাক-জঙ্গিদের ‘আঞ্চলিক নিরাপত্তায় উদ্বেগ’ বলল ব্রিকস

Posted: 10 সেপ্টেম্বর, 2017

একতা বিদেশ ডেস্ক : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসে আরও ৮ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নবম ব্রিকস সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনা প্রেসিডেন্ট এ প্রতিশ্রুতি দেন বলে রয়টার্স জানিয়েছে। চীনের দক্ষিণপূর্ব শহর জিয়ামেনে চলা এই সম্মেলনে শি বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিকল্পনা এবং কর্মসূচির জন্য ৭ কোটি ৬০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে ব্রিকস নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্লেনারি সেশনে শি ব্রিকস দেশগুলোর উদ্যোগে বানানো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিভিন্ন প্রকল্পে ৪০ লাখ ডলার দেওয়ার আশ্বাস দেন। এদিকে সম্মেলনে প্রথমবারের মত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে আঞ্চলিক নিরাপত্তায় উদ্বেগ আখ্যা দিয়ে কঠোর বার্তা দিয়েছেন নেতারা। লস্কর-ই-তৈয়াবা, জইস-ই-মোহাম্মদ, হাক্কানি নেটওয়ার্কসহ পাকিস্তানভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এর পৃষ্ঠপোষকদের জবাবদিহিতা করার আহ্বান জানানো হয়েছে ব্রিকস মঞ্চ থেকে। ভারত এ পদক্ষেপকে জঙ্গি হামলার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে স্বাগত জানিয়েছে। এবারই প্রথম পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর নাম করে সন্ত্রাসের কঠোর নিন্দা করা হয়েছে ব্রিকসের যৌথ বিবৃতিতে। আফগানিস্তানেও অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ব্রিকস। বিবৃতিতে নেতারা বলেছেন, “তালেবান, ইসলামিক স্টেট... আল কায়েদা ও এর সংশ্লিষ্ট ইস্টার্ন তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, লস্কর ই- তৈয়বা, জঈশ-ই মোহম্মদ, টিটিপি এবং হিজব উত-তাহিরের কর্মকাণ্ডে সৃষ্ট সহিংসতায় এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।” পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার বিরুদ্ধে ভারতের সন্ত্রাসের অভিযোগ দীর্ঘদিনের। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাসহ সীমান্ত পেরিয়ে একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ভারত এ দলটিকে দায়ী করে আসছে। আরেক পাক জঙ্গি গোষ্ঠী জঈশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে ভারত ২০০১ সালে পার্লমেন্টে হামলার অভিযোগ করে আসছে।