ইরাকে উদ্বাস্তু শিবিরে খাদ্যে বিষক্রিয়া কয়েকশ’ মানুষ অসুস্থ

Posted: 18 জুন, 2017

একতা বিদেশ ডেস্ক : ইরাকে মসুলের কাছে একটি উদ্বাস্তু শিবিরে খাদ্যে বিষক্রিয়ার কারণে কয়েকশ’ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এক শিশুও বিষক্রিয়ায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানায়, ইফতারির পর শরণার্থীরা ক্রমাগত বমি করতে থাকে এবং অনেকের শরীরে পানিশূণ্যতা দেখা দেয়। মসুল এবং ইরবিল এর মধ্যবর্তী স্থানে অবস্থিত হাসানশাম নামের এ শরণার্থী শিবিরে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি সেনাদের যুদ্ধে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়ে আছে। বর্তমানে আইএস যোদ্ধারা বর্তমানে মসুল শহরের পশ্চিমে অবরুদ্ধ হয়ে আছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে বলেছে, প্রায় ৮শ’ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তাদের ২শ’ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকটি খবরে এক নারীও মারা গেছে বলে জানানো হয়েছে। রুদাও বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ইরবিলের একটি রেস্তোঁরাতে খাবার প্রস্তুত করা হয়েছে এবং কাতারের একটি সেচ্ছাসেবী সংস্থা সেগুলো শরণার্থী শিবিরটিতে নিয়ে গেছে। মসুল এলাকায় জাতিসংঘ নির্মিত ১৩ টি শরণার্থী শিবিরের মধ্যে হাসানশাম শিবির অন্যতম। শহর ও গ্রামের ঘরহারা মানুষেরা সেখানে আশ্রয় নিয়েছে। তাদের সংখ্যা ৬ হাজার ২৩৫। শিবিরটিতে খাদ্যে বিষক্রিয়ার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর। আক্রান্তদের দ্রুতই চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। অসুস্থ হয়ে পড়া লোকজনকে স্থানীয় এলাকার তিনটি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। ওদিকে, খাবার প্রস্তুতকারী রেস্তোঁরার মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রুদাও বার্তা সংস্থা।