‘আখের’

Posted: 12 অক্টোবর, 2025

একতা প্রতিবেদক : ফেইসবুকে একজন প্রচার করছেন, আখের গুড় খেলে নাকি ডায়াবেটিকস বাড়ে না। বিরাট এই সুখবর শোনে অনেকেই চারদিকে ‘খোঁজ খোঁজ’ শুরু করলেন। কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, কোথায় পাওয়া যাবে- সবাই খুঁজতে বের হয়ে পড়েছেন। সরি, এখন তো আর বের হতে হয় না। হাতের কাছে মোবাইল আছে। গুগল মামারে জিজ্ঞাস করলেই, মুশকিল আসান, মামলা খতম। কিন্তু মুশকিল হল অন্যখানে। গুগলে ‘আখ’ দিয়ে সার্চ দিলেই খালি ‘আখের’ চলে আসছে। মানে, গুগল ‘আখ’ মানে ইক্ষু আর ‘আখের’কে এক করে ফেলেছে। যাই হোক, আগে দেখে নেওয়া যাক, আসলে ‘আখের’ বলতে কী কী পাওয়া গেল। প্রথমত পাওয়া গেলে, সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, ‘...অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিট্রে (প্রতারণা) করেছে। যখন সময় আসবে, তখন আমরা এদের নামও উন্মুক্ত করব।’ তবে তিনি অবশ্য তার সাবেক কলিগদের মধ্যে কারা কারা এরই মধ্যে ‘আখের গুছিয়েছেন’ তাদের কারও নাম উল্লেখ করেননি। এদিকে অভিধান বলছে, ‘আখের গোছানো’ বলতে বোঝায়, ক্ষমতার অপব্যবহার করা। যার মাধ্যমে নানা রকম সুযোগ-সুবিধা গ্রহণ করে কেউ দুর্নীতি করে। আচ্ছা, সম্প্রতি এনসিপির দুই নেতা নাকি দুটি টেলিভিশনের লাইসেন্স পেয়েছেন। এই দুজন হচ্ছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান (তুহিন) এবং এনসিপির পূর্বতন সংগঠন জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান। এটা নিয়ে অনেকেই অনেক কথাই বলছেন। আচ্ছা, উনারাও কী আখের গুছিয়েছেন?