সফল করতে দেশব্যাপী ঝটিকা সফর চলছে

Posted: 12 অক্টোবর, 2025

একতা প্রতিবেদক : পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রুখতে এবং উগ্র ডানপন্থী শক্তির আস্ফালন প্রতিরোধে গণআন্দোলনের ধারায় বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান নিয়ে আগামী ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই জাতীয় সমাবেশ বিশেষ গুরুত্ব বহন করে, তাই সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশে একযোগে ঝটিকা সফর করছেন। ঝটিকা সফরে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মীসভা এবং কেন্দ্রীয় কমিটির নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসভা, সমাবেশ, পথসভা, পদযাত্রা, নানামুখী প্রচারণা করা হচ্ছে। ১২-১৪ অক্টোবর আটটি টিমে ভাগ হয়ে ঝটিকা সফরে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতৃবৃন্দ জেলা সদরে কর্মীসভা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সাথে মতবিনিময় সভা করতে হবে। জেলা সদরে ঐদিন সমাবেশ ও মিছিলসহ নানামুখী প্রচারণা করা হচ্ছে। ঝটিকা সফরের অংশগ্রহণকারী অন্তত একজন নেতা সারা দিন সংশ্লিষ্ট জেলায় অবস্থান করেন। ১৪ অক্টোবর সকাল থেকে দিনব্যাপী নিম্নে উল্লিখিত স্থানসমূহে পথসভা, সমাবেশ, পদযাত্রা ও নানামুখী প্রচারণা কার্র্যক্রমের মধ্য দিয়ে নেতৃবৃন্দ একযোগে ফিরবেন। এর মধ্যে ১৪ অক্টোবর টিম ১-এর পথসভার স্থানসমূহ : বাগমারা (রাজশাহী), মান্দা (নওগাঁ), সান্তাহার (বগুড়া), কাহালু (বগুড়া), ভুইয়াগাতি (সিরাজগঞ্জ), কড্ডার মোড় (সিরাজগঞ্জ)। টিম- ২ এর পথসভার স্থানসমূহ : বোদা (পঞ্চগড়), ঠাকুরগাঁও বাসষ্ট্যান্ড, বীরগঞ্জ (দিনাজপুর), দশমাইল (দিনাজপুর), সৈয়দপুর (নীলফামারী), পাগলাপীর (রংপুর), মিঠাপুকুর (রংপুর), পীরগঞ্জ (রংপুর), পলাশবাড়ী (গাইবান্ধা), গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)। টিম- ৩ এর পথসভার স্থানসমূহ : কাটাখালি (বাগেরহাট), রূপসা (খুলনা), খুলনা শহর, দৌলতপুর (খুলনা), ফুলতলা (খুলনা), নোয়াপাড়া (যশোর), নড়াইল সদর, নড়াইল। টিম- ৪ এর পথসভার স্থানসমূহ : পটুয়াখালী সদর, বরিশাল সদর, মস্তফাপুর (মাদারীপুর), ভাঙা (ফরিদপুর)। টিম- ৫ এর পথসভার স্থানসমূহ : শৈলকুপা (ঝিনাইদহ), ঝিনাইদহ সদর, মাগুরা সদর, মধুখালি (ফরিদপুর), ফরিদপুর সদর, রাজবাড়ী সদর, গোয়ালন্দ (রাজবাড়ী)। টিম- ৬ এর পথসভার স্থানসমূহ : কক্সবাজার সদর, রামু (কক্সবাজার), পটিয়া (চট্টগ্রাম), চট্টগ্রাম সদর, সীতাকু- (চট্টগ্রাম), মহীপাল (ফেনী), টাউন হল (কুমিল্লা), চান্দিনা (কুমিল্লা)। টিম- ৭ এর পথসভার স্থানসমূহ : জামালপুর, ময়মনসিংহ, ভালুকা (ময়মনসিংহ), জয়দেবপুর চৌরাস্তা (গাজীপুর), বড়বাড়ি (গাজীপুর)। টিম- ৮ এর পথসভার স্থানসমূহ : বিয়ানীবাজার (সিলেট), কুলাউড়া (মৌলভীবাজার), রাজনগর (মৌলভীবাজার), শ্রীমঙ্গল (মৌলভীবাজার), শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), বিশ্বরোড (ব্রাক্ষণবাড়িয়া)।