মতলবে কৃষক সমিতির কমিটি গঠন
Posted: 20 এপ্রিল, 2025
বাংলাদেশ কৃষক সমিতি চাঁদপুর জেলার মতলবে দক্ষিণ নলুয়ায় ৭ নং ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। গত ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটির সহ-সভাপতি হাজী মো. ইসহাক সরকারের সভাপতিত্বে ও কৃষক নেতা শিব শংকর দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি চাঁদপুর জেলা কমিটির জাকির হোসেন মিয়াজী, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেন, সিপিবি নেতা সুধাংশু সাহা।
সভা শেষে হাজী মো. ইসহাক সরকারকে সভাপতি, জাহাঙ্গীর মুন্সীকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি