বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ সমাহিত
Posted: 20 এপ্রিল, 2025
নোয়াখালী সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নোয়াখালী জেলা সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ গত ১৫ এপ্রিল ঢাকা যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে বিকাল ৫.৩০টায় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। নিজ বাড়িসংলগ্ন মাঠে অনেক মানুষের অংশগ্রহণে রাত ৯ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কমরেড আলী আহম্মদের মৃত্যুতে নোয়াখালী জেলা সিপিবি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। শেষ বিদায়ের সব ধরনের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে জেলা সিপিবি নেতৃবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আদমজী জুট মিলে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই, মহান মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর যোদ্ধা, সারাজীবন মানবমুক্তির লড়াইয়ে নিবেদিত বিপ্লবী কমরেড আলী আহম্মদ লাল সালাম।