কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মৃত্যুবার্ষিকী পালিত
Posted: 20 এপ্রিল, 2025
খুলনা সংবাদদাতা :
ব্রিটিশবিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালনকারী কিংবদন্তি কৃষকনেতা, কমিউনিস্ট পার্টির সদস্য শহীদ কমরেড বিষ্ণুপদ চ্যাটার্জীর ৬৫তম মৃত্যুবার্ষিকী গত ১১ এপ্রিল রাত ৭:৩০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডবোকেট নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ কুমার দাশ। সভার শুরুতে কমরেড বিষ্ণু চ্যাটার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতার মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে লিখিত প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক সঞ্জয় সাহা। কমরেড বিষ্ণু চ্যাটার্জী খুলনা জেলার ডুমুরিয়া থানার সাহস গ্রামে ১৯০৯ খ্রিস্টাব্দে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি খুলনা জেলার রূপসা থানার সামন্তসেনা গ্রামে। তিনি রূপসা নৈহাটী স্কুলে পড়াশুনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত হন এবং পরবর্তীতে পার্টির সদস্য পদ প্রাপ্ত হন। পার্টির নির্দেশে তিনি কৃষকদের মাঝে কাজ করেন এবং খুলনাঞ্চলের কৃষকদের সংগঠিত করেন। ৭১-এর মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন। আজীবন ত্যাগী নিবেদিতপ্রাণ বিপ্লবী কমিউনিস্ট নেতা কমরেড বিষ্ণুপদ চ্যাটার্জীকে ১৯৭১ সালে ১১ এপ্রিল স্বাধীনতা বিরোধী রাজাকাররা নির্মমভাবে হত্যা করে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সিপিবি খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, ডা. এস এম ফরিদুজ্জামান, খুলনা সদর থানা সভাপতি তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খালিশপুর থানা সভাপতি পলাশ দাশ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সাইফুর রহমান বাবু, যুবনেতা ধীমান বিশ্বাস, হরষিৎ মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা শহীদ বিষ্ণু চ্যাটার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।