‘রঙ্গ’

Posted: 20 এপ্রিল, 2025

একতা প্রতিবেদক : সত্যজিৎ রায়ের ছবির বিখ্যাত গান হচ্ছে- কতই রঙ্গ দেখি দুনিয়ায়,/ ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়/ আমি যে দিকেতে চাই/ দেখে অবাক বনে যাই। অবস্থা কি খানিকটা সেই ‘হীরক রাজার দেশ’ এর মতই হয়ে যাচ্ছে। হতে পারে। কারণ, পেঁয়াজের বাজারের দিকে তাকান, দেখবেন- এক সপ্তাহের ব্যবধানে ৩০ টাকার পেঁয়াজ ৬০ টাকা হয়ে গেছে। যেদিন থেকে কৃষকের পেঁয়াজ শেষ হয়েছে সেদিন থেকেই দাম বাগড়া শুরু হয়েছে। মাত্র সাতদিনের মধ্যে তা দ্বিগুণ হয়েছে। সবাই সিন্ডিকেটের কথাই বলছে। তবে, ছাত্র-জনতার আন্দোলনের পর তো দেশ থেকে এসব সিন্ডিকেট নাই হয়ে গেছে। ফলে, দাম যে এমনি এমনি বেড়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। সামনে তো আরও রঙ্গ পড়েই আছে। এদিকে আলু চাষিদের মাথায় হাত পড়েছে। যে আলু উৎপাদন করতে কৃষকের ১৫ থেকে ১৬ টাকা খরচ হয়েছে; সেই আলু কৃষককে বেঁচতে হচ্ছে ১০ থেকে ১২ টাকা দরে। তারপরও আলু কেনার লোক নেই। গণমাধ্যমের খবরে এসেছে, কৃষকরা নাকি গরুকে আলু খাওয়াচ্ছেন। অথচ কদিন পরেই যখন কৃষকের হাতে আর আলু থাকবে না; সব আলু চলে যাবে আড়তদার বা বড় ব্যবসায়ীদের হাতে তখন নিশ্চয়ই আলু দামও দ্বিগুণ হয়ে যাবে। ফলে সামনে তো আরও রঙ্গ পড়েই আছে। তেল নিয়ে রঙ্গ বোধহয় এই সরকারের সবচেয়ে বড় রঙ্গ। যখনি ব্যবসায়ীদের মনে হয় যে, সয়াবিন তেলের দাম বাড়াতে হবে। তখনি দেখা যায়, আমাদের সব সৎ ব্যবসায়ীরা বাজার থেকে সয়াবিন তেল উধাও করে দেন। ছুঁ মন্তর ছুঁ। কয়েকদিন পর সরকার বাধ্য হয়ে সয়াবিন তেলের দাম বাড়ায়; তখন আবার ছুঁ মন্তর ছুঁ মেরে ব্যবসায়ীরা তেল বাজারে এনে সয়লাপ করে দেন। সেখানেও কোনো সিন্ডিকেট সামনে তো আরও রঙ্গ পড়েই আছে।