তেলের দাম বাড়িয়ে সরকার ব্যবসায়ীদের তোষণ করছে

Posted: 20 এপ্রিল, 2025

একতা প্রতিবেদক : কয়েক মাস ধরে দেশের বাজারে সয়াবিন তেলের তেলেসমাতি জনগণ দেখছে। এখনো তেলের সংকট দেখা যায় বাজারে। বাজারভেদে দাম উঠানামা করে। দ্বিগুণ দাম দিয়ে তেল না পাওয়ার অভিযোগ পাওয়া যায় ভোক্তাদের থেকে। তবে সবকিছুর ঊর্ধ্বে এবার ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। এত দিন যা ছিল ১৭৫ টাকা। তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপরদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দলটির নেতারা গত ১৫ এপ্রিল এক বিবৃতিতে গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের খরচ বাড়াবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের “পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতা”কে প্রশ্রয় দেওয়া হবে। জনগণের উপর বাড়তি চাপ ফেলবে এই দাম এমনটাই মন্তব্য অধিকাংশ রাজনৈতিক দলের। যেখানে বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেখানে সংকট পূরণ না করে দাম বৃদ্ধি করা জনগণের সাথে মশকরা সমতুল্য বলছেন ভোক্তারা। শুধু বোতলজাত নয় বেড়েছে খোলা সয়াবিনের। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৯ টাকা। খোলা পাম তেলও লিটারপ্রতি ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে। অর্থাৎ খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা।