ভেনিজুয়েলায় গণভোট

Posted: 21 আগস্ট, 2016

একতা বিদেশ ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতায় থাকা উচিৎ কিনা এ নিয়ে এক গণভোটের সূচি ঘোষণা করেছে দেশটির কর্মকর্তারা। জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রেসিডেন্ট তিবিসে লুসেনা জানিয়েছেন, অক্টোবরের মধ্যে বিরোধীপক্ষকে দেশের মোট ভোটারের ২০ শতাংশ বা ৪০ লাখ স্বাক্ষর সংগ্রহ করার প্রচেষ্টায় অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটি সম্ভব হলেই কেবল পুনরায় গণভোট অনুষ্ঠানের কাজ শুরু করা সম্ভব হবে। আর তা হতে হবে সব আইনি শর্তপূরণ সাপেক্ষে।’ তবে অক্টোবরের শেষ সময়ের মধ্যে শুধু গণস্বাক্ষর সংগ্রহের অনুমোদন দেওয়ায় দেশটির সরকারবিরোধী পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা সেপ্টেম্বরে গণমিছিলের ডাক দিয়েছে। ভেনিজুয়েলার সংবিধান অনুযায়ী, বিরোধীপক্ষ উল্লেখিত সংখ্যক সই সংগ্রহ করতে সক্ষম হলে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য সিএনই একমাস সময় পাবে। এরপর ৯০ দিনের মধ্যে গণভোট অনুষ্ঠিত হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা প্রায় নেই। চলতি বছরে পুনর্ভোট হলে তা দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের দাবিকে জোরালো করে তুলবে। আগামী বছর ভোট হলে ভাইস-প্রেসিডেন্ট ক্ষমতায় আসবে বলে বিশেষজ্ঞরা বলছেন। তেলের দাম পড়ে যাওয়ায় তেলসমৃদ্ধ রাষ্ট্র ভেনিজুয়েলা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। আর এই সংকটের জন্য বিরোধীরা প্রেসিডেন্ট মাদুরোকেই দায়ী করছে। কিন্তু মাদুরো বলছেন, এই অর্থনৈতিক সংকট এবং নানাবিধ উদ্যোগ কেবল তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পুঁজিবাদীদের ষড়যন্ত্র। মাদুরো আইনি প্রক্রিয়ায় গণভোট অনুষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ বছর কোনো পুনর্ভোট হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।