সিআরবিতে কোন স্থাপনা নির্মাণ করা চলবে না

Posted: 12 সেপ্টেম্বর, 2021

সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে গত ৮ সেপ্টেম্বর প্রগতিশীল গণসংগঠনসমূহ, চট্টগ্রাম জেলার সমাবেশ ও মিছিল নগরীর সিনেমা প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। উদীচী, চট্টগ্রামের সংগঠক প্রবাল দের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, উদীচী চট্টগ্রামের সংগঠক রমেন দাশগুপ্ত, ছাত্র ইউনিয়ন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত, সুবর্ণা দাশ, অনন্যা ভট্টাচার্য প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে এবং তৃণমূলে আন্দোলনকে ছড়িয়ে দিতে আমরা সিনেমা প্যালেস চত্ত্বরে সমাবেশ করছি এবং ভবিষ্যতে বিভিন্ন এলাকায়ও আমাদের সমাবেশ করা হবে। এর পাশাপাশি নিয়মিত অন্যান্য কর্মসূচিও করা হবে। চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি আহ্বান আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অধিকার আদায়ের সংগ্রামে শামিল হয়ে সবুজ নগরী গড়ার প্রক্রিয়ায় যুক্ত হোন। বিজ্ঞপ্তি