সাম্প্রদায়িকতা, রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান

Posted: 04 এপ্রিল, 2021

একতা প্রতিবেদক : উগ্র মৌলবাদী সংগঠন আরএসএসের প্রতিনিধি বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাষ্ট্রীয় দমন-পীড়নের তীব্র নিন্দা এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালনে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ২৭ মার্চ এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উগ্র মৌলবাদী সংগঠন আরএসএসের প্রতিনিধি বিজেপি নেতা গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার নায়ক নরেন্দ্র মোদীকে অতিথি করা আমাদের মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিরোধী। তার আগমনে দেশে যে রক্তাক্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার জন্য সরকারই দায়ী। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মোদীর আগমনের বিরোধিতা করে বাম গণতান্ত্রিক জোট ও প্রগতিশীল ছাত্র সমাজসহ বাম-প্রগতিশীলদের প্রতিবাদী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ বর্বর নির্যাতন চালিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা ও সকল ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বামপন্থিরা মোদীর আগমনের বিরোধিতা করেছে। কিন্তু সরকারের লালিত ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজতি ইসলাম মোদীর বিরোধিতার নামে অশুভ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে। সরকার এটাকে মোকাবিলা করার জন্য দমন-পীড়নের যে পথ বেছে নিয়েছে, কমিউনিস্ট পার্টি তাও সঠিক বলে মনে করে না। ‘তাদেরকে সাথে নিয়ে ক্ষমতার খেলা দেশ ও জাতির জন্য যে সর্বনাশা পথ, তা আজ পরিষ্কার। সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও আদর্শিক লড়াই-ই হলো সঠিক পথ, ’ সিপিবির বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ফ্যাসিস্ট কায়দায় গণতন্ত্র হরণ করে সভা-সমাবেশ দমন করার যে পথ অনুসরণ করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ফ্যাসিস্ট কায়দায় সরকারের দমন-পীড়ন ও উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি লড়াই অব্যাহত রেখেছে। এই লড়াইকে জোরদার করতে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক জনতার প্রতি বিবৃতিতে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।