মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে স্মরণ সভা

Posted: 10 জানুয়ারী, 2021

শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তিসংগ্রাম এবং বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩০তম মৃত্যুবার্ষিকীতে ৩১ ডিসেম্বর বিকাল ৫টায় সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। মৃণাল চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক কানাই লাল দাশ, নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়ুয়া, ফরিদুল ইসলাম, ন্যাপ নেতা মিতুল দাশ গুপ্ত ও সিপিবির সদস্য রেখা চৌধুরী ও অমিতাভ সেন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের শোষণমুক্তির লড়াই-সংগ্রামের পুরোধা কমরেড মণি সিংহ। যে নামটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্য। কমরেড মনি সিংহ ছিলেন এদেশের গণমানুষের নেতা। দেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়। বিজ্ঞপ্তি