খেপুপাড়ায় শহীদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

পোস্টের তারিখঃ ০৯ ফেব্রুয়ারী, ২০২০

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত খেপুপাড়া নীলগঞ্জ ইউনিয়নের ‘শহীদ আলাউদ্দিন’ স্মরণে গত ২৮ জানুয়ারি কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে শোক দিবস পালিত হয়। ‘শহীদ আলাউদ্দিন’-এর নামে নির্মিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক ও সিপিবি সম্পাদক নাসির তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শহীদ আলাউদ্দিনের চাচাতো ভাই আবুল কালাম খান, মঙ্গল সূখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি কাউন্সিলর মিসেস মনোয়ারা বেগম, ঊনসত্তর সালের তৎকালীন ছাত্র নেতা আহসান উদ্দিন জসীম, ফজলুর রহমান সিকদার প্রমুখ। শোকসভাটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগের সদস্য ও সিপিবি নেতা প্রভাষক রফিকুল ইসলাম। শোকসভায় শহীদ আলাউদ্দিনের স্মৃতিকে ধরে রাখার জন্য স্থানীয় একটি সড়ক ও শিশু পার্কের নাম শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ, লেবুখালীতে নির্মাণাধীন সেতুটি শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ ও তার সমাধিতে একটি কমপ্লেক্স ও বিশ্রামাগার নির্মাণের জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি