ফিলিস্তিন নিয়ে মার্কিনের নয়া চক্রান্তের নিন্দা

Posted: 09 ফেব্রুয়ারী, 2020

একতা প্রতিবেদক : শান্তি প্রতিষ্ঠার নামে ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ৭ ফেব্রুয়ারি দেওয়া বিবৃতিতে দলটি অখণ্ড জেরুজালেমকে ইসরাইলের স্থায়ী রাজধানী হিসেবে স্বীকার করে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরে ঘটনাতেও তাদের প্রতিবাদ পুনরায় ব্যক্ত করেছে। বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কথা বলে মার্কিন প্রশাসন তাদের এই নয়া পরিকল্পনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ফিলিস্তিনের অস্তিত্ব মুছে দেয়ার পুরনো চক্রান্তই বাস্তবায়ন করার চেষ্টা করছে। ট্রাম্পের এই তথাকথিত ‘শতাব্দীর সেরা চুক্তির’ মধ্য দিয়ে মার্কিন প্রশাসন ইসরাইলকে তার অবৈধ বসতি স্থাপন প্রক্রিয়া আরো জোরদার করতে উস্কে দিচ্ছে। জর্ডান উপত্যকাসহ, পশ্চিম তীর এবং গাজায় অবৈধ ইসরাইলি বসতি আরো সম্প্রসারণের যে উস্কানি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন সে পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইল পরিবেষ্টিত একটি খণ্ড খণ্ড বিচ্ছিন্ন ভূখণ্ডের সমষ্টিতে পরিণত হবে। ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ডোনাল্ড ট্রাম্প তার এই নয়া পরিকল্পনায় ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্রের সার্বভৌমত্বকে আগাম স্বীকৃতি দিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে অনুযায়ী তাদের বসতি সম্প্রসারণ প্রক্রিয়াও শুরু করবেন বলেও জানিয়েছেন। এধরনের ভয়ঙ্কর এক ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চল ঘিরে মার্কিন প্রশাসনের সাম্রাজ্যবাদী লোভের কুৎসিত চেহারাকেই উন্মোচিত করেছে। সিপিবি নেতৃবৃন্দ বলেছেন, ইসরাইলি জায়নবাদী সরকার এবং মার্কিন সাম্রাজ্যবাদের এই যৌথ অপরাধমূলক তৎপরতা সমস্ত আন্তর্জাতিক আইন, চুক্তি এবং কূটনীতিক রীতিনীতিকে লঙ্ঘন করেছে এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি সেনাদের সম্প্রসারণবাদী অপরাধের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এতকাল বিশ্বের শান্তিকামী জনতা ফিলিস্তিন সমস্যা সমাধানে যেটুকু অর্জন করেছিল, এই নয়া পরিকল্পনা তাকেও ধ্বংস করে দেবে এবং ‘দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের’ কফিনে শেষ পেরেক ঠুকবে। এ কারণে জাতিসংঘের প্রায় সব সদস্য রাষ্ট্রই ট্রাম্পের এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখান করেছে। বিবৃতিতে সিপিবি মার্কিনের পরিকল্পনাকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে। দলটির নেতৃবৃন্দ ট্রাম্পের এই ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে এবং ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইসারাইলি অধিগ্রহণের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।