শোক
গোপাল ভট্টাচার্য্য
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ময়মনসিংহ জেলা কমিটি সংশ্লিষ্ট শাখার সদস্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সহ-সভাপতি এবং আলোকময় নাহা সংগীত বিদ্যায়তনের প্রাক্তন সিনিয়র সংগীত শিক্ষক, নিষ্ঠাবান সংস্কৃতিজন কমরেড গোপাল ভট্টাচার্য গত ২০ নভেম্বর ভোর রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
কমরেড গোপালের প্রয়াণে বাংলাদেশের সিপিবি ময়মনসিংহ জেলা কমিটি, উদীচী ময়মনসিংহ জেলা, আলোকময় নাহা সঙ্গীত বিদ্যায়তনের পরিচালনা পরিষদ, মহিলা পরিষদ জেলা শাখা, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি
হরিপদ মল্লিক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যুক্তরাজ্য উত্তর শাখার সদস্য ডা. লিটন মল্লিকের পিতা হরিপদ মল্লিক (৮১) গত ২৮ অক্টোবর ভারতের কেরালায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে যুক্তরাজ্যের উত্তর শাখার কমরেডগণ গভীর শোক প্রকাশ করছেন। বিজ্ঞপ্তি
বাবু সুপ্রিয় চাকমা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি ধীষণ প্রদীপ চাকমার পিতা এবং দীঘিনালা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সমাজ সেবক বাবু সুপ্রিয় চাকমা গত ১৬ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
Login to comment..