অস্পষ্ট প্রেসক্রিপশনে ভোগান্তিতে রোগীরা
কুমিল্লা সংবাদদাতা :
স্পষ্ট বড় অক্ষরে চিকিৎসা ব্যবস্থাপত্র লেখার নিয়ম থাকলেও প্রায় ৯০ ভাগ চিকিৎসক তা মানছেন না। ফলে অস্পষ্ট অক্ষরের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) নিয়ে প্রায়ই ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।
চিকিৎসা পেশার নীতি শাস্ত্রেও নির্দেশনা দেওয়া আছে সুন্দর ও পাঠযোগ্য প্রেসক্রিপশন লিখতে হবে। কিন্তু এই নীত কথা কেউ মানছেন না। ফলে অস্পষ্ট প্রেসক্রিপশনের কারণে যেকোনো সময় রোগীরা ভুল ওষুধ সেবন করে মারাত্মক ক্ষতির শিকার হতে পারেন।
সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের চেম্বারে এখনো হাতে লেখা পদ্ধতির অস্পষ্ট চিকিৎসা ব্যবস্থাপত্র ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, স্পষ্ট বড় অক্ষরে প্রেসক্রিপশন লেখার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা থাকলেও অনেক চিকিৎসকরা তা মানছেন না।
Login to comment..