চট্টগ্রামে পদযাত্রার বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ নেতৃবৃন্দএকতা প্রতিবেদক :
সারা দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পদযাত্রা চলছে। একতার প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিপিবি চট্টগ্রাম জেলার হালিশহর, পাহাড়তলী ও বন্দর থানার উদ্যোগে নয়াবাজার মোড় থেকে হালিশহর বাস স্টেশন পর্যন্ত পদযাত্রা গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়। দিলীপ নাথের সভাপত্বিতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মছিউদ্দৌলা, নূরুচ্ছাফা ভূইয়া সঞ্চালনা করেন হালিশহর শাখার সম্পাদক ইমতিয়াজ সবুজ।
নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার শুরু করে। পদযাত্রার মিছিল চাষাঢ়া মূল সড়ক প্রদক্ষিণ করে গলাচিপা মোড়, দুই নম্বর রেল গেইট, ডিআইটি হল মোড়, নিতাইগঞ্জ মোড়, বাপ্পি সড়ক সহ শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করে। এই পদযাত্রা কর্মসূচিতে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আব্দুল হাই শরীফ।
পদযাত্রার সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সিপিবি শহর শাখার সাধারণ সম্পাদক কমরেড সুজয় রায় চৌধুরী
মিরপুর বিকু, সম্পাদক ম-লীর সদস্য, নারী নেত্রী সাহানারা বেগম, শহর কমিটির সদস্য নারী নেত্রী শোভা সাহা, শ্রমিক নেতা মো. শাহজাহান, সজীব শরীফ, শহর কমিটির সহ-সাধারণ সম্পাদক মৈত্রী ঘোষ। এই সমাবেশে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ইবনে সানি।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ): সিপিবি ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচী পালন করছে। কেন্দ্রীয় এই কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় পদযাত্রা চলছে। ২৩ নভেম্বর শনিবার ও ২৪ নভেম্বর আড়াইহাজার থানার বিভিন্ন অঞ্চলে পদযাত্রা অব্যাহত আছে। ২৩ নভেম্বর শনিবার বিকাল ৩টায় নতুন বান্টি বাজার থেকে এই পদযাত্রা শুরু হয়ে পথে পথে গির্দা, কালীবাড়ী, কুমারপাড়া, খানপাড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর রবিবার রাঘবদী, পাঁচরুখি ও বান্টি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। ২দিন ব্যাপী এই পদযাত্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করা
তেজগাঁও হয়। সমাবেশ ছাড়াও পথে পথে ছোট ছোট পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশগুলোতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আড়াইহাজার থানা কমিটির সভাপতি লোকনাথ বর্মন। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সদস্য নূরুল ইসলাম, এম.এ. শাহীন, দিন দুনিয়া ও আড়াইহাজার থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মিন্টু বর্মন।
গাজীপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ৩৮ নম্বর ওর্য়াড শাখার পদযাত্রা খাইলকুর লাক্সমা সুয়েটারের সামনে থেকে শুরু হয়। পদযাত্রাটি খাইলকুর বাহার মার্কেট, বটতলা রোড, বাদশাহ মিয়া স্কুল রোড হয়ে বড়বাড়ী বাস স্ট্যান্ড এ সংক্ষিপ্ত সমাবেশ কার হয়। সমাবেশে বক্তব্য দেন সিপিবি গাজীপুর জেলা কমিটির সম্পাদক শ্রমিকনেতা জিয়াউল কবির খোকন। উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সদস্য আজিজুল ইসলাম, জালাল হাওলাদার, আ. গফুর, সিপিবি জেলা কমিটির সংগঠক আমিনুল ইসলাম, ৩৮ নম্বর ওর্য়াড শাখার সম্পাদক মানিক, ৩৭ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক আসলাম সুমা, সাথী, ঝর্না, রিনা, সোয়ান, নাজমমুল, সেন্টু, লিটন, সানাউল্লাহ, রাজু, নাছির, দিদার প্রমুখ।
সিলেট:
সিলেট কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে গত ২৩ নভেম্বর শনিবার সিপিবি সিলেট জেলাধীন কোতোয়ালী থানা শাখার উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় নগরীর ঐতিহাসিক কীন ব্রিজ মোড়ে পথসভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে পদযাত্রা এগিয়ে চলে। সবশেষে রিকাবি বাজারে গিয়ে পথসভার মাধ্যমে ঐদিনের মতো পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়।
সিপিবির নেতা-কর্মিবৃন্দসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ লাল পতাকা এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। এছাড়াও পদযাত্রা চলাকালে ১৭ দফা দাবিসংবলিত লিফলেট জনসাধারণের হাতে তুলে দেওয়া হয়।
পথসভাগুলোতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, বর্তমান সভাপতি হাবিবুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সহ-সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জেলা নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, সিপিবি কোতোয়ালী থানা শাখার সম্পাদক সাথী রহমান, সিপিবি শাহপরান থানা শাখার সম্পাদক তুহিন কান্তি ধর, সিপিবি জালালাবাদ থানা শাখার সম্পাদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার নিরঞ্জন দাস খোকন, এনায়েত হাসান মানিক, কাঞ্চন মিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান শিপু, বিধান দেব চয়ন, যুবনেতা রশীদ আহমদ রাশেদ, সন্দ্বীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, সাধারণ সম্পাদক বিশাল দেব, সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্রনেতা মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ।
মাগুরা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলার গ্রামের পথে পথে ও বাজারে চলছে পথসভা। গত ২৪ নভেম্বর শালিখা উপজেলার ধনেশ্বরগাতী কালিবাড়ি বাজারে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমাজাদ হোসন মণ্ডল, নিখিল রঞ্জন মিত্র ও হিমাংশু দেব বর্মণ। গত ১ নভেম্বর সর্বসাংদা গ্রাম শালিখা উপজেলার সর্বসাংদা গ্রাম থেকে শুরু করে তালখড়ি বাজার হয়ে সিংড়া বাজারে গিয়ে শেষ করা হয় দিনের কর্মসূচি।
চাঁপাইনবাবগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে সিপিবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড় থেকে লাল
শরীয়তপুর পতাকা হাতে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি প্রায় চার কিলোমিটার অতিক্রম করে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে সন্ধ্যায় এসে শেষ হয়। এখানে সমাবেশ কর্মসূচিতে বক্তব্য দেন, সিপিবি, জেলা শাখার সাবেক সভাপতি এবিএম সাইদুল ইসলাম, সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক আবু হাসিব, সদস্য সাদিকুল ইসলাম, কামাল উদ্দিন, কৃষক নেতা তোফিকুল ইসলাম পমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২১ নভেম্বর মাসব্যাপী পদযাত্রার অংশ হিসাবে মঠবাড়িয়া উপজেলা শহরে সিপিবি’র উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মো: ইউসুফ আলী মৃধা। বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক লিটন চন্দ্র বেপারী, উপজেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোশারেফ উদ্দিন মাস্টার ও সদস্য মুক্তিযোদ্ধা শাহ জাহান খান। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নেতা জনাব পরিতোষ চন্দ্র আশিষ ও বিনয় চন্দ্র বল।
দুর্গাপুর (নেত্রকোনা): সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি
কিশোরগঞ্জ কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহের উপস্থিতিতে বিরিশিরি থেকে পদযাত্রা করে দুর্গাপুর বাজারের প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা মোড়, ফায়ার সার্ভিস মোড়, এমকেসিএম মোড় হয়ে এমকেসিএম স্কুল মাঠে পদযাত্রাটি শেষ করে আলোচনা সভা শুরু হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা সভাপতি আলকাছ মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা কমিটির সিনিয়র সদস্য শামছুল আলম খান, তাসলিমা বেগম, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ের সভাপতি সাহান আলী প্রমুখ।
ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সিপিবি’র উদ্যোগে গত ২৩ নভেম্বর পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি ঘাটাইল উপজেলার বগাজান বাজার থেকে সিংগুরিয়া মহাসড়ক হয়ে প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে। পদযাত্রায় অংশগ্রহণ করেন সিপিবি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি অধ্যাপক নাজির হোসেন,
নেত্রকোনার দূর্গাপুর সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাসেম সরকার, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফ আলী তালুকদার, কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হানা ফেরদৌসী খান।
ডিমলা (নীলফামারী): সিপিবি ডিমলা উপজেলা শাখার আয়োজনে উপজেলার ছোটপুল থেকে শুরু হয়ে পদযাত্রাটি এসে স্মুতি অম্লান পাদদেশে সমাবেশে মিলিত হয়। আব্দুর রহিমের সভাপতিত্বে ও ডাঃ গোপাল চন্দ্র রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি আতিয়ার রহমান। বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি মাহবুব ইসলাম, সদস্য মনিসিংহ রায়, রমেন রায় প্রমুখ।
নীলফামারী: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নীলফামারী সদর উপজেলা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ২৫ নভেম্বর পদযাত্রা করে। সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কঞ্চন (চেয়ারম্যানের মোড়) থেকে ব্যানার, লাল পতাকাসহ পথসভা করে ৩ কি.মি. পদযাত্রা করে ভবানীগঞ্জ হাটে হাটসভা করে। হাটসভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, কৃষক সমিতির উপজেলার সভাপতি উদাস রায়, হরিকিশোর
পাবনা রায়, সিপিবি’র সদর উপজেলার সা. সম্পাদক প্রাণ কুমার রায়, ক্ষেতমজুর সমিতির নেতা সুরত আলী, অনন্ত পাল, ত্রৈলোক্য রায়, ছাত্র নেতা কমল সরকার ও তাপস রায়। এছাড়া ১৯ নভেম্বর সদর দক্ষিণ চওড়া হাই স্কুল থেকে ব্যানার ও লাল পতাকাসহ মিছিল গ্রামের বিভিন্ন রাস্তা ঘুরে ভবানন্দ (চওড়া) হাটে হাটে সভা করে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে। সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সদর উপজেলা সভাপতি উদাস রায়, সাধারণ সম্পাদক প্রাণ কুমার রায়, কৃষকনেতা হরিকিশোর রায়, ক্ষেতমজুর নেতা সুরত আলী ও ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি কমল সরকার। উত্তর চওড়া ইউনিয়নের গ্রাম ও হাট প্রদক্ষিণের সময় দাবিসমূহ লিফলেট গ্রামবাসী ও হাটে আসা মানুষের মাঝে বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ নভেম্বর সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলার দানাপাটুলী, যশোদল, নীলগঞ্জ ও শ্রমিক শাখার উদ্যোগে দলীয় নেতাকর্মীরা সকাল ১১টা থেকে প্রায় সাত কিলোমিটার পদযাত্রা করে শহরে এসে সমাবেশে যোগ দেন। এছাড়া করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ গুজাদিয়া, জাফরাবাদ ও বৌলাই শাখার উদ্যোগে প্রায় আট কিলোমিটার সড়ক দলীয় নেতাকর্মীরা
বগুড়ার শেরপুর পদযাত্রা করে সমাবেশে এসে যোগ দেন।
সমাবেশে জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আঃ রহমান রুমী, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান প্রমুখ।
কটিয়াদী(কিশোরগঞ্জ): কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চলমান দু:শাসন ও লুটপাটের প্রতিবাদে এক পদযাত্রা কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
উপজেলা কমিটির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, কিশোরগঞ্জ শহর শাখার
চাঁপাইনবাবগঞ্জ সম্পাদক অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, কটিয়াদী উপজেলা শাখার সম্পাদক মস্তোফা কামাল নান্দু, শ্রমিক নেতা অধ্যাপক ফরিদ আহাম্মদ, হাবিবুর রহমান হিরা ও কৃষক নেতা নুরুল ইসলাম প্রমুখ।
আদমদিঘী (বগুড়া): সিপিবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আদমদিঘী বাজারের তিনমাথায় ও ব্রিজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি আদমদিঘী উপজেলা শাখার সম্পাদক কমরেড বাদল মৈত্র ও পরিচালনা করেন সিপিবি নেতা নূর ইসলাম। বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষকনেতা হাসান আলী শেখ, সিপিবি নেতা এনামুল হক মুকুল, প্রদীপ কুমার, সঞ্জয় কুমার, সুমন কুমার সাগর, যুব ইউনিয়ন আদমদিঘী উপজেলার সাধারণ সম্পাদক লিখন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি মো: নাদিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আরমানুর রশিদ আকাশ।
শেরপুর (বগুড়া): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৩ শে নভেম্বর শেরপুর উপজেলায় সিপিবি র পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল ফরিদ, বগুড়া
গাইবান্ধার নারী শাখা জেলা কমিটির সহ-সাধারণ কমরেড হরিশংকর সাহা, জেলা কমিটির সদস্য সন্তোষ কুমার পাল, জেলা কমিটির সদস্য নিমাই ঘোষ, শ্রীকান্ত মাহাত, অরুনা বালা, মালতি রানি, আব্দুস সামাদ প্রমুখ।
গলাচিপা: সিপিবি গলাচিপা উপজেলা কমিটির উদ্যোগে হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। লালপতাকার পদযাত্রা শেষে জোলেখা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সিপিবি উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিপন, সিপিবি উপজেলা কমিটির সাবেক সভাপতি আবেদ আলী, সিপিবি জেলা কমিটির সহসাধারণ সম্পাদক কমরেড সুভাষ নাগ, সাধারণ সম্পাদক কমরেড সমীর কর্মকার ও সভাপতি কমরেড মোতালেব মোল্লা।
শরীয়তপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা শাখা শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলে ৭০ কিলোমিটারব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় মনোহর বাজার মোড়, বালা বাজার, আমিন বাজার, বুড়িরহাট, কেউর ভাঙ্গা, বেতমোড়া বাজার, মঠেরহাট, তিন খাম্বা, সিধলকুড়া, নাগেরপাড়া, জুশিরগাঁও কালিখোলা বাজারে পথসভা অনুষ্ঠিত করে। পথসভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি
টাঙ্গাইলের ঘাটাইল নুরুল হক ঢালী, সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল, সহ-সাধারণ সম্পাদক অ্যাড আজিজুর রহমান রোকন, জেলা নেতা নজরুল ইসলাম রিপন প্রমুখ।
দুপচাচিয়া: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপচাচিয়া উপজেলা কমিটির উদ্যেগে গত ২৮ নভেম্বর পদযাত্রা অনুষ্ঠিত হয়। দুপচাঁচিয়া বাসটার্মিনাল থেকে এ পদযাত্রা শুরু হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল ফরিদ, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হরি শংকর সাহা, সিপিবি দুপচাঁচিয়া শাখা সম্পাদক অধ্যাপক আবুল বাশার আইয়্যুব উদ্দিন ও যুবনেতা সুলতান আহমেদ রবিন প্রমুখ।
খুলনা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানা কমিটির যৌথ উদ্যোগে পদযাত্রা আজ অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি খালিশপুরের প্লাটিনাম জুট মিলস্ গেট থেকে শুরু হয়ে বিআইডিসি রোড, বিএল কলেজ রোড প্রদক্ষিণ করে চিত্রালি মোড়ে শেষ হয়। এ সময় বিভিন্ন মিল গেটে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার,
বগুড়ার দুপচাঁচিয়া জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সোনাডাঙ্গা থানা সভাপতি ও মহানগর নেতা নিতাই পাল, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, দৌলতপুর থানা সাধারণ সম্পদক সোহরাব হোসেন সরদার, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কিংশুক রায়, ফরহাদ হোসেন মিটন, এস এম চন্দন, সরকার ভূষণ চন্দ্র তরুণ, শ্রমিকনেতা এস এম শাহীন নিজাম, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, শেখ রাজিব, ছাত্র ইউনিয়ন নেতা রকি বিশ্বাস, সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড়, শেখ জাকারিয়া, নাহিদ হাসান,সুমাইয়া বান্না, শরিফুল ইসলাম সবুজ, রিপন হোসেন রবি, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
পাবনা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় সিপিবির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, সিপিবির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি ক্ষেতমজুর নেতা সন্তোষ রায় চৌধুরী প্রমুখ।
গাইবান্ধা: সিপিবি নারী শাখার উদ্যোগে গাইবান্ধা শহরে পদযাত্রা
বগুড়ার আদমদিঘী অনুষ্ঠিত হয়েছে। শহরের ১নং রেল গেইট থেকে পদযাত্রা শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব, নারী নেত্রী প্রতিভা সরকার ববি, মিতা হাসান, রেহেনা বেগম, বনা রানী, মেহেরুন মুন্নি প্রমুখ।
আশুগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ নভেম্বর আশুগঞ্জে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। কাঁচাবাজার, পোঁড়াগোদাম, চরচারতলা, রেলস্টেশন চত্ত্বরে পথসভা সমূহে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আছমা খানম, জেলা কমিটির সদস্য অসিত পাল, আহমেদ হোসেন আল-মামুন। আশুগঞ্জ উপজেলা শাখার সম্পাদক কমরেড শফিকুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতা কমরেড ইব্রাহিম ও শামীম মিয়া প্রমুখ।
ঢাকা কমিটি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র ঢাকা কমিটির উদ্যেগে দুঃশাসন হঠিয়ে, লুটপাটের ব্যবস্থা বদলিয়ে বাম গণতান্ত্রিক বাম-বিকল্প গড়ে তোলা এবং দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট
নাটোরের লালপুর পার্টির পদযাত্রা হামলার প্রতিবাদে ২৯ নভেম্বর ঢাকায় পল্টন থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে সভাপতিত্ব করেন পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা। বক্তব্য রাখেরন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, সেকেন্দার হায়াত প্রমুখ।
তেজগাঁও থেকে নাবিস্কো মোড়ের পদযাত্রা ও পথসভায় সভাপতিত্ব করেন সাদেকুর রহমান শামীম। বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা কমিটির সম্পাদকম-লীর সদস্য জাহিদ হোসেন খান, শহিদুল ইসলাম, শামীম আহমেদ।
মিরপুর ১নং থেকে মিরপুর ১০নং হয়ে কচুক্ষেত পর্যন্ত পদযাত্রা ও পথসভায় সভাপতিত্ব করেন রিয়াজ উদ্দিন। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, রোমান আয়দার, রাসেল ইসলাম সুজন, আসাদুজ্জামান আজিম, মামুন কবির।
ঝিগাতলা থেকে শিয়া মসজিদ হয়ে আদাবর পর্যন্ত পদযাত্রা ও পথসভায় সভাপতিত্ব করেন শংকর আচার্য্য। বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য লুনা নূর, মণিষা মজুমদার, মোশাররফ হোসেন, মোতালেব হোসেন, দিলীপ বেপারি, আশিকুল ইসলাম জুয়েল, আহমেদ তাহাজিব তালাত।