সিপিবি’র মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি

দুঃশাসন ও লুটপাটতন্ত্র প্রতিরোধে জনগণের ঐক্য অপরিহার্য

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ফরিদপুরে সিপিবির পদযাত্রা
একতা প্রতিবেদক : দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদল ও বিকল্প গড়ার ডাক দিয়ে গত ১ নভেম্বর থেকে মাসব্যাপী সারাদেশের জেলা-উপজেলায় পদযাত্রা শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এরই অংশ হিসেবে জেলা, উপজেলায় কর্মসূচি পালন করা হচ্ছে। সারাদেশ থেকে একতার প্রতিনিধিদের পাঠানো খবর:- ফরিদপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ১০ কিলোমিটার পদযাত্রা করেছে সিপিবি। গত ১ নভেম্বর ফরিদপুর শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শরু হয়। ১০ কিলোমিটার এই পদযাত্রায় গোয়ালচামট, বেড়িবাঁধ, শুভারামপুর, গেন্ডিয়া, বটতলা বাজার ও আম্বিকাপুর রেলস্টেশনে পথসভা করে সিপিবি। এসব পথসভায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবীব লাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, অরুণ কুমার শীল, সুধীন সরকার মঙ্গল, আতাউর রহমান কালু, মানিক মজুমদার, আবুল কালাম, মান্নান ফকির, সুভাষ চন্দ্র মণ্ডল ও ফকির কামরুজ্জামান। পথসভায় বক্তারা বলেন, একটি নৈশকালীন ভোটের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তারা এখন উন্নয়নের নামে মহা লুটপাট শুরু করেছে। ফলে দেশে ধনী আরও ধনী হচ্ছে, গরিব মানুষ আরও গরিব হচ্ছে। ক্যাসিনোর বাণিজ্য হচ্ছে। আর মানুষকে ধোকা দেওয়ার জন্য আইওয়াশ করা হচ্ছে। কিন্তু দেশের মানুষ সবকিছু বুঝে এবং জানে। দেশের মানুষের চোখে ধুলা দিয়ে বেশিদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও থাকতে পারবে না। তাই একটি গণবান্ধব সরকার গঠনের জন্য বাম বিকল্প শক্তিকে জোরদার করে গড়ে তুলতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামতে

হবে। খুলনা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্র ঘোষিত নভেম্বর মাসব্যাপী সারা দেশে পদযাত্রা কর্মসূচির খুলনায় আনুষ্ঠানিক উদ্বোধন নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশ শেষে আনুষ্ঠানিক পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রেলওয়ে স্টেশনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দলের কেন্দ্রীয় সদস্য অরুণা চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন–পার্টির কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, মহানগর সিপিবি নেতা তোফাজ্জেল হোসেন, কিংশুক রায়, ওয়াহিদুর রেজা বিপলু, নীরজ রায়, দৌলতপুর থানা নেতা ফরহাদ হোসেন মিটন, খালিশপুর থানা নেতা এস এম চন্দন, কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, ছাত্র ইউনিয়ন নেতা রকি বিশ্বাস, মো. আল-আমিন, প্রীতম সরদার, কৃষ্ণেন্দু বাছাড়, প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ফ্যাসিবাদী পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা, সন্ত্রাস মহামারি আকার ধারণ করেছে। ভোটবিহীন অবৈধ সরকার শর্প হয়ে দংশন, ওঝা হয়ে ঝাড়ার ন্যায় একদিকে ক্যাসিনোবাজ, দুর্নীতি,

লুটেরাদের ইন্ধন যুগিয়ে তাদের ব্যবহার করে ফ্যাসীবাদী শাসন-শোষণ কায়েম রেখেছে। অন্যদিকে শুদ্ধি অভিযানের নামে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করছে। সরকারি দলের অঙ্গ সংগঠনের ক্যাডাররা এহেন কোনো অপকর্ম নেই যা বাদ রেখেছে। অথচ সরকার চুনোপুটিদের গ্রেপ্তার করে রাঘববোয়ালদের রাখা হচ্ছে ধরাছোয়ার বাইরে। গাজীপুর: পুঁজিপতিরা লুটপাট করতে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে নীতি আদর্শহীন রাজনীতিকে এখন সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। ব্যবসায়ীরা রাজনীতি দখল করছে। শাসনের নামে চলছে দুঃশাসন। এই লুটপাটের দুঃশাসনের ফলে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাত্রিকালীন ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় রয়েছে। উন্নয়নের আওয়াজ তুলে গণতন্ত্রকে নস্যাত করেছে। কৃষক, শ্রমিক মেহনতি জনগনের অধিকার হরণ করেছে। যার ফলে জনগনের জীবন দুঃখ দুর্দশা বেড়েই চলছে। শোষণ-বৈষম্য বাড়ছে। হাতেগোনা কয়েকজন ধনী আরও ধনী হচ্ছে। পরিস্থিতি কাজে লাগিয়ে মৌলবাজী- সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি রাষ্ট্রকে আঘাত হানার চেষ্টা করছে। এমতাবস্থায় প্রয়োজন লুটেরা পুঁজিপতিদের লুটপাটের যাতাকল থেকে দেশ ও জনগণকে বাচাতে কমিনিস্ট পার্টি ও বাম বিকল্পকে শক্তিশালী করার মাধ্যমে পুঁজিবাদী দুঃশাসনের পতন ঘটিয়ে সামাজতন্ত্র কায়েম করতে হবে। পদযাত্রার শুরুতে সিপিবি গাজীপুর জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন খানের সভাপতিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা ও শ্রমিক নেতা কাজী মো. রুহুল আমিন, জেলার সাধারণ সম্পাদক জিয়াউল কবির খোকন প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..