প্রগতিশীল গণ-সংগঠনসমূহ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বরিশালে প্রগতিশীল গণ-সংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ বরিশালে বিপ্লব দাসের সঞ্চালনায় ও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিওরনের সভাপতিত্বে প্রগতিশীল গণ-সংগঠনসমূহ ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তি এবং সকল প্রকার ঘুষ দুর্নীতিসহ চলমান ফ্যাসিবাদী রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ১৭ অক্টোবর এক বিক্ষোভ সমাবেশ করে। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. বিশ্বনাথ দাস মুন্সী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার আহ্বায়ক অ্যাড. এ কে আজাদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সেলিম, প্রগতি লেখক সংঘের কর্মী দুলাল মজুমদার, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি সম্পা দাস, যুব ইউনিয়ন বরিশাল জেলা সহ সভাপতি অ্যাড. হায়দার শরিফ, বস্তিবাসী ইউনিয়নের আহ্বায়ক নূর হোসেন হাওলাদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাড হিরন কুমার দাস, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর সাধারণ সম্পাদক জ্যোস্না বেগম ও অন্যান্য প্রগতিশীল গণ-সংগঠনসমূহের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি রাজশাহীতে প্রগতিশীল সংগঠনসমূহের প্রতিবাদ সমাবেশ রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ের বঙ্গবন্ধু চত্বরে গত ১৭ অক্টোবর রাজশাহীর কয়েকটি প্রগতিশীল সংগঠন বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে। দাবিগুলো ছিল, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তি, সুনামগঞ্জের শিশু তুহিন হত্যার বিচার, দুর্নীতি, ক্যাসিনো-বাণিজ্য, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ। প্রগতিশীল সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ যুব ইউনিয়ন ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সমাবেশে অংশগ্রহণ করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি ব্রজেন্দ্রনাথ প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সম্পাদকমণ্ডলীর সদস্য সোমা ভৌমিক, রতন ভট্টাচার্য, সদস্য সেলিনা বানু, শান্ত রঞ্জন ভৌমিক, জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক মানুন রেজা জুয়েল, মহানগর যুব ইউনিয়নের আহ্বায়ক রবিউল ইসলাম, মাহমুদ হোসেন, টিইউসি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেন, খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাবিব, হোসনে আরা, আলো প্রমুখ। বিজ্ঞপ্তি খেপুপাড়ায় বিভিন্ন সংগঠনের সমাবেশ পটুয়াখালী জেলার খেপুপাড়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নাগরিক উদ্যোগ ও মানিকমালা খেলাঘর আসরের যৌথ উদ্যোগে গত ১০ অক্টোবর বেলা এগারোটায় বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ভারতের সঙ্গে অসমচুক্তি বাতিলের দাবিতে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মানিকমালা খেলাঘর আসরের সভাপতি ও কাউন্সিলর মনোয়ারা বেগম। বক্তব্য রাখেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, ন্যাপ আমতলী উপজেলার নেতা খান মতিউর রহমান, সিবিবি সম্পাদক নাসির তালুকদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রভাষক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নিলয় কুমার কুন্ডু। বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জলন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। সিপিবি উপজেলা কার্যালয় থেকে ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-রংপুর মহাসড়কের থানামোড়ে সমাবেশে যোগ দেন। যুব ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা শাখার ছাত্র ইউনিয়ন সভাপতি তাহমিদ রহমান চৌধুরী, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন, সিপিবি সাধারণ সম্পাদক অশোক কুমার আগরওয়ালা, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি প্রতিভা সরকার ববি ও সহসভাপতি প্রিসিলা মুরমু প্রমুখ। বিজ্ঞপ্তি কবিতা পড়ে আবরার হত্যার প্রতিবাদ বুয়েট শিক্ষার্থী আবরারসহ সকল হত্যাকাণ্ড, অন্যায়-অবিচারের বিরুদ্ধে মৌলভীবাজারে কবিতা পড়ে প্রতিবাদ জানানো হয়েছে। গত ১২ অক্টোবর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবপ্রাঙ্গণে কবিতায় আড্ডা নামে একটি সংগঠন এই প্রতিবাদের আয়োজন করে। সংগঠনের সদস্য স্বর্ণালী দাস চুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবাদী গান ও কবিতাপাঠে অংশ নেন, কবি মহিদুর রহমান, আবৃত্তিশিল্পী শাহীন ইকবাল, বায়েজিদ হোসাইন, অনুরাধা রায়, সজিবুল ইসলাম তুষার, মমতাজ বেগম, চৌধুরী সামছুল আরেফিন, সীমান্ত দাস। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্বজিত নন্দী ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের রাজীব সূত্রধর। বিজ্ঞপ্তি চট্টগ্রামে প্রগতিশীল গণসংগঠনসমূহের প্রতিবাদ সভা চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে গত ১৮ অক্টোবর বিকালে প্রগতিশীল গণসংগঠনসমূহের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অমছিউদ্দৌলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন জেলা সভাপতি রিপায়ন বড়ুয়া, উদীচী জেলা সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি এ্যানি সেন, সিপিবি নারী সেলের আহ্বায়ক রেখা চৌধুরী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন যুব ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ভারতের সাথে অসম চুক্তি বাতিল, আবরার হত্যার সুষ্ঠু বিচার, ক্যাসিনোসহ দুর্নীতি দুদুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রগতিশীল সংগঠন সমূহের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় মৌলভীবাজার প্রগতিশীল সংগঠন সমূহের প্রতিবাদী সমাবেশে উদীচি মৌলভীবাজার জেলা সভাপতি মিজানুর রহমান টিপুর সভাপতিত্বে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা সংগঠক রায়হান আনছারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মইনুর রহমান মগনু, যুব ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহবায়ক মাসুমা খানম, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক পিনাক দেব, ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা রেহনোমা রুবাইয়াত প্রমুখ। বিজ্ঞপ্তি পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসি, ক্যাসিনো ব্যবসায়ী, ঘুষখোর, চাঁদাবাজি, লুটেরাদের টাকা বাজেআপ্ত করে সরকারি কোষাগারে জমা রাখার দাবিতে গত ১৭ অক্টোবর দেশব্যাপী ছাত্র, যুব, কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুর সমিতির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে পটুয়াখালী ছাত্র, যুব, কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে কলেজ রোডের অস্থায়ী কার্যালয় থেকে সকল ১০টায় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্ট ও জজকোর্টের মধ্যবর্তী চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা গাজী হান্নান, যুবনেতা এম.এ. হাই আকন্দ, শ্রমিক নেতা সমীর কর্মকার, প্রগতি লেখক সংঘের সুভাষ চন্দ, ক্ষেতমজুর নেতা শাহাবুদ্দিন আহমেদ ও কৃষক নেতা মোতালেব মোল্লা। সমাবেশ পরিচালনা করেন কৃষক নেতা সুভাষ নাগ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..