উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ

‘কমিউনিস্ট ঐক্যের’ আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষে বাম প্রগতিশীল ও কমিউনিস্টদের ঐক্যের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গত ৩১ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে দলটি বলেছে, উপমহাদেশে কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত হয়েছে শতবর্ষ আগে। ১৯২০ সালে তাসখন্দে কমিউনিস্ট পার্টির একটি প্রবাসী কমিটি গঠিত হয়। একই সঙ্গে দেশের অভ্যন্তরে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন প্রভৃতি বহুবিধ শ্রেণি সংগ্রামের ও গণসংগ্রামের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই উপমহাদেশে কমিউনিস্ট শক্তি বিকশিত হতে থাকে। গঠন পর্বের এসব রক্তঝরা আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার ভেতর দিয়ে গড়ে ওঠা কমিউনিস্ট প্রতিনিধিরা ১৯২৫ সালে ভারতের কানপুরে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত করে। কমিউনিস্ট আন্দোলন ও সংগঠনের এই রক্তস্নাত বীরত্বপূর্ণ গৌরবদীপ্ত এই অধ্যায়ে আমাদের ভূ-খণ্ডের অগণিত কমরেডদের ছিল অমূল্য অবদান। কিছুটা সময় ব্রিটিশ শাসিত ভারতে, কিছুটা সময় পাকিস্তানে, এবং বর্তমানে স্বাধীন বাংলাদেশে এ ভূ-খণ্ডের কমিউনিস্টরা সক্রিয় থেকেছে। সেই গৌরবমণ্ডিত ঐতিহ্যের উত্তরাধিকার বহন করেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাজ করে চলেছে। পার্টির ভেতর নানা সময়ে নানা কারণে ভাঙন সৃষ্টি হওয়ায় কমিউনিস্টরা এখন এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে এবং অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। তারা সবাই এই গৌরবের উত্তরাধিকারের সাধারণ অংশিদার। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের যে একটি বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলা আজ অপরিহার্য ও জরুরি হয়ে উঠেছে। এই কাজকে সম্পন্ন করার জন্য সব নিবেদিত ও নিষ্ঠাবান কমিউনিস্ট শক্তি ও কমিউনিস্টদের একত্রিত হওয়া আজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ‘কমিউনিস্ট ঐক্য’ আজ সময়ের দাবি। এটির অর্জন দেশে ‘লুটেরা বুর্জোয়া শাসনের’ অবসান ঘটিয়ে ‘বাম গণতান্ত্রিক বিকল্প’ প্রতিষ্ঠার জন্য যে ‘বাম গণতান্ত্রিক’ ঐক্য ও বিকল্প শক্তির উত্থান জরুরি হয়ে পরেছে, সেক্ষেত্রে ‘কমিউনিস্ট ঐক্য’ প্রতিষ্ঠা আজ আবশ্যিক শর্তে পরিণত হয়েছে। দেশের এই ক্রান্তিকালীন সময়ের প্রয়োজনের কথা বিবেচনা করে, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষের মুখে দাঁড়িয়ে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংশ্লিষ্ট সকলের প্রতি ‘কমিউনিস্ট ঐক্য’ গড়ে তোলার জন্য অগ্রসর হওয়ার উদাত্ত বিপ্লবী আহ্বান জানাচ্ছে, বলেছেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..