মহান শিক্ষা দিবস পালিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বরিশাল বিভাগীয় ছাত্র সমাবেশ
বরিশাল বিভাগীয় ছাত্র সমাবেশ ৫৭ তম শিক্ষা দিবস উপলক্ষ্যে “বণিকের হাত থেকে বাচাও আমার শিক্ষা খাত, আধারের বৃত্ত ভেঙ্গে চিনিয়ে আনো রাঙ্গা প্রভাত” স্লোগানকে সামনে রেখে গত ১৮ সেপ্টেম্বর মহাত্মা অশ্বিনী কুমার হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ছাত্র ইউনিয়ন কর্মীরা উপস্থিত হয়। সকাল সাড়ে ১১ টায় মহাত্মা অশ্বিনী কুমার হলের সমাবেশ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়। উদ্বোধনের পর র্যালি বের হয় এবং তা বরিশাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষ হওয়ার পর মহাত্মা অশ্বিনী কুমার হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি সম্পা দাসের সভাপতিত্বে এবং বরিশাল জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস রাহুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা সরদার রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলার সভাপতি শাহানা মুন্নি, ঝালকাঠি জেলার আহ্বায়ক বন্যা সাহা, পটুয়াখালী জেলার আহ্বায়ক সোহেল মৃধা, ভোলা জেলার সভাপতি জুয়েল মজুমদার সহপ্রমুখ। সমাবেশ শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলার সহ-সভাপতি কিশোর কুমার বালা। সমাবেশে বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা যে শিক্ষা লাভের অধিকার পাচ্ছি তার জন্য মূল কৃতিত্ব এই দেশের কৃষক-শ্রমিকদের। কারণ তাদের কষ্টের টাকায় দেশ চলে, তাদের ট্যাক্সের টাকায় আমাদের শিক্ষা লাভ নিশ্চিত হয়। আজকে আমাদের দেশের মানুষ ভাল নাই, গরিব আরো গরিব হচ্ছে ধনী হচ্ছে ধনী। আমাদের এই কৃষক-শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলন করতে হবে দেশ বাঁচাতে। কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার যুথবদ্ধ আন্দোলনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবেক সভাপতি এবং বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘ক্যাম্পাসগুলো আজকে দখলদারদের হাতে জিম্মি। শুধু ক্যাম্পাস না সারা বাংলাদেশ আজকে জিম্মি এই দখলদারদের হাতে। দখলদারদের হাত থেকে ক্যাম্পাস-দেশ বাঁচাতে দরকার কার্যকর আন্দোলন এবং এই আন্দোলন গড়ে তোলার ঐতিহাসিক দায়িত্ব বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এবং আমরা

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমাবেশ
বিশ্বাস করি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।’ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর সাবেক সভাপতি এবং অগাস্ট ছাত্র আন্দোলনের কারাবরণকারী নেতা মানবেন্দ্র দেব বলেন, “শিক্ষাব্যবস্থা আজকে সম্পূর্ণভাবে ব্যবসায়িদের হাতে চলে গেছে। ব্যবসায়িরা মুনাফা লাভের আশায় শিক্ষাকে পণ্যে রূপান্তর করেছে এই দেশের শাসক শ্রেণির প্রত্যক্ষ মদদে। সরকার সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নতও করেছে, তাই আজ বই থেকে বাদ পড়ে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, রণেশ দাসদের লেখা। সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন আনার সময় এসেছে। এর জন্য দরকার আন্দোলন, কার্যকর ছাত্র আন্দোলন। এর জন্য ছাত্র ইউনিয়নকে তার নীল পতাকা নিয়ে ছড়িয়ে পড়তে হবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সমবেত করতে ছাত্র ইউনিয়নের পতাকাতলে।’ সমাবেশে ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, ‘জেলায় জেলায় শিক্ষা বৈষম্যে দূর করার দাবি আমরা করছি এবং কিভাবে এই বৈষম্য দূর করা যায় তারও পথ আমরা সরকারকে দেখিয়ে দিয়েছি। আমরা বলেছি কর্পোরেট কোম্পানিগুলোর উপর তাদের বাৎসরিক লভ্যাংশ থেকে ৫% এডুকেশনাল সারচার্জ আরোপ করতে হবে এবং আমরা হিসেব করে বলে দিয়েছি এর থেকে যে প্রাপ্ত অর্থ তা দিয়ে প্রত্যেক জেলায় নতুন করে ন্যূনতম ৫০ কোটি টাকা বিনিয়োগ করা সম্ভব। এ দিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়ন করা সম্ভব। কিন্তু যদি আমাদের দাবি না মানা হয় তা হলে কিভাবে দাবি মানাতে হয় তাও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জানে। এ বছরের মধ্যে যদি আমরা সরকারের উদ্যোগ না দেখি তাহলে আগামী বছর ঢাকা অচল করার মত কর্মসূচি আমরা দেয়ার জন্য প্রস্তুত হচ্ছি।’ সমাবেশ শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমাবেশ শিক্ষাদিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঘোষিত ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমাবেশ গত ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও জামালপুরর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সমন্বয়ক আশজাদুল বোরহান তাহসিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি ময়মনসিংহ জেলা সভাপতি ও সাবেক ছাত্র ইউনিয়ন

বগুড়ায় শিক্ষা সমাবেশ
নেতা এমদাদুল হক মিল্লাত ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল। সমাবেশে বক্তব্য রাখেন বাকৃবি সংসদের সভাপতি ধ্রুবজ্যোতি সিংহ, নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মিঠুন শর্মা অভি, টাঙ্গাইল জেলা সংসদের আহ্বায়ক মোশারফ হোসেন, কিশোরগঞ্জ জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক অপু সাহা, জামালপুর জেলা সংসদের আহ্বায়ক গোবিন্দ সূত্রধর নীরব। সমাবেশ সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ, বাকৃবি সংসদের সাধারণ সম্পাদক অনন্য ইদ ই আমিন, নেত্রকোনা জেলা সংসদের সাধারণ সম্পাদক পার্থ প্রতীম সরকার। বক্তারা বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন যে চেতনাকে ঘিরে সংগঠিত হয়েছিল সেই চেতনা আজ ভূলুন্ঠিত প্রায়। শিক্ষা আজ বাণিজ্যিকীকরণের দিকে এগুচ্ছে। টাকা যার শিক্ষা তার-এই নীতি বাস্তবায়ন করতে চলেছে আমাদের সরকার। এ অবস্থা হতে উত্তরণের জন্য সকল শিক্ষার্থীকে একযোগে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানান বক্তারা। সমাবেশের মধ্যবর্তী সময়ে উপস্থিত সকল শিক্ষার্থী ও নেতা-কর্মীদের সমন্বয়ে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালির পর সমাবেশ পুনরায় শুরু হয়। অতিথিগণের বক্তব্যের পর সকলকে লড়াই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান ও সমাবেশ সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূিচর সমাপ্তি টানেন সভার সভাপতি আশজাদুল বোরহান তাহসিন। বিজ্ঞপ্তি বগুড়ায় শিক্ষা সমাবেশ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলার সভাপতি মোঃ নাদিম মাহমুদের সভাপতিত্বে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সভাপতি দিলীপ বকসি, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলার সাবেক সভাপতি হাফিজ আহমেদ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, কৃষক সমিতির জেলা সভাপতি সন্তোস কুমার পাল, জেলা উদীচীর সহ-সভাপতি লুৎফর রহমান, ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সিরাজগঞ্জ সিপিবির সম্পাদক লিয়াকত আলী, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সভাপতি হাসান আলী শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এনামুল হক মুকুল, যুব ইউনিয়ন বগুড়া জেলার সাধারণ সম্পাদক শাহনেয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি বিপুল পাল, আকতার-উজ-জামান

চট্টগ্রাম বিভাগীয় ছাত্র সমাবেশ
টুটুল, সরঃ আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুভ কুমার দে, সরঃ শাহ সুলতান কলেজের সাধারণ সম্পাদক সোহানুর রহমান, সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক আরমানুর রশিদ আকাশ, সাগর পারভেজ, আলমগীর হোসেন, সাব্বির রহমান সহ আরও অনেকে। সমাবেশটি পরিচালনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সহ-সভাপতি ছাত্রনেতা আয়েন উদ্দীন। বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র সমাবেশ করপোরেট প্রতিষ্ঠান গুলোর উপর সারচার্জ আরোপ করে তা শিক্ষাখাতে যুক্ত করে প্রতিশ্রুত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের কর্তৃক মহান শিক্ষা দিবস স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর এবং ছাত্র ইউনিয়নের প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় সহ সভাপতি অভিজিৎ বড়ুয়ার সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপু সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা, চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, কক্সবাজার সংসদের সভাপতি অন্তিক চক্রবর্তী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী অপু, চুয়েট সংসদের সাধারণ সম্পাদক লাবিব ওয়াহিদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মহান শিক্ষা আন্দোলনের আজ ৫৭ বছর পরেও এই দেশে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। একই ধারার শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেনি এখনো। উচ্চবিত্তের ইংলিশ মিডিয়াম ও ধর্মীয় শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য আকাশ ও পাতালসম। প্রতিবছর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় হতে ঝরে পড়ছে লক্ষ লক্ষ শিক্ষার্থী। মানবিক ও কর্মমুখী শিক্ষা প্রদানের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আবারো গড়ে উঠছে ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ কর্তৃক মহান শিক্ষা দিবস স্মরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য

খুলনায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
অর্পণ করা হয়। এরপর সংগঠনের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, কোষাধ্যক্ষ ওসমান গণি, শিক্ষা ও গবেষণা সম্পাদক খালিদ মিরাজ, বন্দর থানার সাংগঠনিক সম্পাদক সাবিহা তাবাসসুম সুবর্ণা, কোতোয়ালি থানার কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শোভন দাশ। খুলনায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি মহান শিক্ষা দিবস উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর উদ্যোগে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও অগ্নিশপথ করা হয়। খুলনা জেলা সংসদের সভাপতি উত্তম রায় শপথ বাক্য পাঠ করান। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন–জেলা সাংগঠনিক সম্পাদক সৌরভ সমাদ্দার, কোষাধ্যক্ষ সৌমিত্র সৌরভ, মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রিতম সরদার, সাংগঠনিক সম্পাদক দেবব্রত শুভ, দপ্তর সম্পাদক কৌশিক মণ্ডল, ছাত্র নেতা শান্ত ঘোষ, কৃষ্ণেন্দু বাছাড়, আকাশ মণ্ডল, সৌরভ বিশ্বাস, সনজিৎ মিত্র বাপ্পী প্রমুখ। বিজ্ঞপ্তি নেত্রকোনায় আলোচনাসভা ও মঞ্চ নাটক ৫৭তম শিক্ষাদিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা শহর সংসদের উদ্যোগে আগ্রাসী শিক্ষার দৈন্যদশায় শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক আলোচনাসভা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে শহর সংসদের সহ-সভাপতি মান্না খান জনি’র সভাপতিত্বে ও তাজিম রহমান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, মার্কসবাদী তাত্বিক অনুপ সাদী ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নূর উজ্জামান, জেলা সংসদের সভাপতি মিঠুন শর্মা, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকার, আবুবকর সিদ্দিকী নাদিম প্রমুখ। আলোচনাসভা শেষে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নূর উজ্জামান ও শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারকে উত্তরীয় পরিয়ে দেন জেলা সংসদের সভাপতি মিঠুন শর্মা ও সভার সভাপতি মান্না খান জনি। পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শূন্যের সার্কাস নামে একটি নাটক মঞ্চস্থ হয়। বিজ্ঞপ্তি সুনামগঞ্জে আলোচনা সভা শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট না থাকলেও অলিখিত শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা। টাকা পয়সাওয়ালারা

সুনামগঞ্জে আলোচনা সভা
পড়াশুনা করছে অপর দিকে কৃষক-শ্রমিক- মজুরের সন্তানরা টাকার অভাবে উচ্চ শিক্ষা নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়। গত ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের ছেলেদের জন্য কোনো হোস্টেল নেই। মেয়েদের হোস্টেল থাকলেও প্রায় সাড়ে ১০ হাজার টাকা দিয়ে হোস্টেলের সিট নিতে হয় যা গরিব শিক্ষার্থীদের দেয়ার সামর্থ্য নেই। কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দূর্জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই সরকারের সঞ্চালনায় সভায় আলোচনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি, কলেজ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক সানন্দ বর্মণ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাফিয়া আক্তার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র নেতা রাসেল, ইলিয়াস, মুসানূর, জিহাদ, সুইটি আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি ঝিনাইদহে আলোচনা সভা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রব খান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা হায়দার আলী, ছাত্র ইউনিয়ন জেলার সহ সাধারণ সম্পাদক ইমন হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শোভন হায়দার, সদস্য সবুজ হোসেন, মাজেদ, বিজয়, সানজি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি আরিফুল ইসলাম মিটুল মহান শিক্ষা দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনো আমাদের কাক্সিক্ষত শিক্ষানীতি পাইনি। এখনো এদেশে কোনো পূর্ণ শিক্ষানীতি প্রনিত হয়নি। বরং বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের তৈরি করছে ভোগবাদী ও সুবিধাবাদী হিসাবে। তাই আমাদের লড়াই এখনো থামেনি। লক্ষ্য অর্জিত হবার আগ পর্যন্ত এই লড়াই চলবে। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..