সিলেট-মৌলভীবাজারে শাহ আলম

দুঃশাসন থেকে মুক্তি পেতে বামপন্থিদের ঐক্যের বিকল্প নেই

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে উপস্থিতির একাংশ
একতা প্রতিবেদক : ফ্যাসিবাদী দুঃশাসন ও সীমাহীন লুটপাটের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম। গত ১৪ সেপ্টেম্বর সিলেটে এবং তার আগের দিন ১৩ সেপ্টেম্বর মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় সিপিবি সাধারণ সম্পাদক বলেন, দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। স্বাধীনতাত্তোর এমন অনিয়মের নির্বাচন বাংলাদেশের মানুষ আগে আর কেউ দেখেনি। এই নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয় ঘটিয়েছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সম্প্রচার নীতিমালাসহ অগণতান্ত্রিক কালাকানুনের মাধ্যমে সরকার ও সরকারি দলের জবরদস্তিমূলক কর্তৃত্ব নিরঙ্কুশ করা হয়েছে। সবক্ষেত্রে শৃঙ্খলা, জবাবদিহিতা ও স্বচ্ছতা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘বালিশ কাণ্ড’, ফরিদপুর মেডিকেলের ‘পর্দা কাণ্ড’ দুর্নীতিকে আরো উন্মোচিত করেছে। শাহ আলম বলেন, বিশ্ববাজারে গ্যাসের দাম কমলেও সরকার সকল মত ও প্রতিবাদকে উপেক্ষা করে গায়ের জোরে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি করেছে। সরকারের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে গোটা দেশে ডেংগুর বিস্তার ঘটেছে। মুক্তিযুদ্ধের ৪৯ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ হতাশ। ধনী-গরিব বৈষম্য মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই, এই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে পরিত্রাণের জন্য বামপন্থীদের নেতৃত্বে জনগণের ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। সিপিবি সাধারণ সম্পাদক আরো বলেন, দেশ বাঁচাতে হলে মানুষকে নতুন কিছু ভাবতে হবে। আওয়ামী লীগ-বিএনপির বাইরে বিকল্প হিসেবে বামপন্থীরাই পারে নতুন দেশ নতুন সমাজ বিনির্মান করতে। তিনি বাম-গণতান্ত্রিক জোটের গণমুখি সকল আন্দোলন সংগ্রামে সবাইকে যুক্ত হবার আহ্বান জানান। ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাম গণতান্ত্রিক জোটের

এই জনসভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর রহমান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনির উদ্দীন পাপ্পু। জনসভায় বাম জোটের জেলা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল হাসিব, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সিপিবি নেতা খায়রুল হাছান, সাথী রহমান, এনায়েত হাসান মানিক, তুহিন কান্তি ধর, বিধান দেব চয়ন, যুব ইউনিয়ন সিলেট জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক বি এইচ আবীর, খেলাঘর সিলেটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্রফ্রন্ট নেতা রেজাউল ইসলাম রানা, সঞ্জয় শর্মা প্রমুখ। অপরদিকে ১৩ সেপ্টেম্বর বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন। বাসদের আবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জল রায় প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..