হকার্স ইউনিয়নের কোতয়ালী থানা কমিটি গঠন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশ হকার্স ইউনিয়ন ঢাকা মহানগরীর কোতয়ালী থানা কমিটি গঠনের লক্ষ্যে গত ৬ সেপ্টেম্বর বিকেলে সদরঘাট ফুটওভার ব্রিজের নিচে কোতয়ালী থানাস্থ বিভিন্ন ফুটের হকারদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হকার নেতা আব্দুল কায়ুম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাশিম কবীর, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, হকারনেতা আনিছুর রহমান, মো. মিলন, সাইফুল ইসলাম, লাইজু আক্তার প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা হকার ব্যবস্থাপনার জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানান। কোরবানির ঈদের ১৫ দিন পূর্বে পরিচ্ছন্নতার অজুহাতে কোতয়ালী থানার হকারদের উচ্ছেদ করা হয়। সভা থেকে নেতৃবৃন্দ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, স্থানীয় এমপি এবং পুলিশ কমিশনারের সাথে বৈঠকসহ ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেন। কর্মীসভা থেকে আব্দুল কাইয়ুমকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কোতয়ালী থানা কমিটি গঠন করা হয়। উপ-পুলিশ কমিশনার ও ওয়ার্ড কাউন্সিলরের সাথে নেতৃবৃন্দের বৈঠক গত ৭ সেপ্টেম্বর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরের সাথে এবং ১১ সেপ্টেম্বর লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সাথে সংগঠনের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কোতয়ালী থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাগুলোতে কোতয়ালী থানার উচ্ছেদকৃত হকারদের পুনর্বহাল করার বিষয়ে নেতৃবৃন্দ জোর দাবি উত্থাপন করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তাবৃন্দ ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি সুরাহা করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..