সিপিবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সিপিবি মেহেরপুর জেলার বর্ধিত সভা
নরসিংদীতে সিপিবির বর্ধিত সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আহ্বানে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সকল জেলা কমিটিসমূহের সদস্য-সংগঠকবৃন্দ এবং সব শাখা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক-গণসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে নরসিংদী জেলা শাখার বর্ধিত সভা গত ৩১শে আগস্ট বেলাবর কাজল ডাঙ্গায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আজিমউদ্দিন মস্তু। সভায় প্রারম্ভিক আলোচনায় জেলার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন কুমার বাউল। সভায় কেন্দ্রীয় সার্কুলারের প্রেক্ষাপট আলোচনা করেন সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী এবং জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, ডা. ফজলুর রহমান, তোফাজ্জল হোসেন শান্তি, কৃষ্ণ জীবন, নুরুল ইসলাম, মো. কামরুল হোসেন, আলাউদ্দিন মাস্টার, রুবিয়া সাজ্জাদ মুক্তা, মো. সুরুজ মিয়া, আতাউর রহমান প্রমুখ। বক্তারা বক্তৃতার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক সমস্যা তুলে ধরেন। প্রত্যেকটি সাংগঠনিক শাখাগুলোকে শক্তিশালী করার অঙ্গিকার করেন। ভিত্তি এলাকা হিসেবে গড়ে তুলতে হলে গণ সংগ্রাম করা এবং দেশকে দ্বি-দলীয় ধারা থেকে মুক্ত করে শোষণ মুক্তির সংগ্রাম বলীয়ান করার পার্টিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি সিপিবি মেহেরপুর জেলার বর্ধিত সভা বাংলাদেশের কমিউনিস্ট পাটি, মেহেরপুর জেলা শাখার বর্ধিত সভা গত ৭ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপত্বি করেন মেহেরপুর জেলা শাখার সভাপতি জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক কমরেড এস. এ. রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি, চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন মশিউজ্জামান বাবু, মোঃ শহিদুল ইসলাম কানন, মোঃ আক্কাস আলী, আওলাদ হোসেন, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, রফিক, আখের, শহিদুল্লাহ, মোশারফ হোসেন, মহাদেব সাহা, মোঃ শামিম হাসান খান, মোঃ মিজানুর রহমান, হামিম প্রমুখ। সভায় পাটির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আগামী ১ সপ্তাহের মধ্যে উপজেলা কমিটিগুলো এবং ১ মাসের মধ্যে শাখা কমিটির সভা আহবান করে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নতুন সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি ঝিনাইদহে সিপিবি’র কর্মীসভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সকালে ১০ টাই সংগঠনের জেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন বাগচীর সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি সদর শাখার সম্পাদক ও জেলা কমিটির সদস্য আব্দুর রব খান, অঞ্জন বিশ্বাস, সাব্দার হোসেন প্রমুখ। এসময় কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করে নিতে হবে। মানুষ এখন দুই দলের বাইরের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়, ফলে আমাদেরকে তৃতীয় শক্তি হিসাবে জনগণের কাছে যেতে হবে। তাদেরকে নিয়েই লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি সিপিবি সীতাকুন্ড সোনাইছড়ি শাখার সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সীতাকুন্ড সোনাইছড়ি শাখার সভা গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় সম্পাদক আবুল হাসেমের সভাপতিত্বে। এতে রাজনৈতিক ও সাংগঠনিক

ঝিনাইদহে সিপিবি’র কর্মীসভা
বিষয়ে আলোচনা করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, উপজেলা সভাপতি অ্যাড. জহিরউদ্দিন মাহমুদ, উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শাখা সহ সম্পাদক মো. সিরাজদৌলা। সভায় সীতাকুণ্ডে বসবাসরত আদিবাসীদের জন্য সরকারি খাস জমিতে স্থায়ী আবাস নির্মাণ করে দেয়া, শিপইয়ার্ডে বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহতদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ প্রদান, হাফিজ জুট মিল শ্রমিকদের বকেয়া বেতন অতিসত্বর প্রদানের দাবি জানানো হয়। সভায় দেশের রাজনীতিতে দুর্বৃত্তায়িত সংস্কৃতি, অর্থনীতিতে আকণ্ঠ লুটপাট দুর্নীতি, নারীর উপর অব্যাহত সহিংসতা, সমাজে সাম্প্রদায়িক অপরাধ, সরকারি বেসরকারি সকল পর্যায়ে আকণ্ঠ ঘুষ-চুরি চামারি, সম্পদ টাকা পাচার ইত্যাদির জন্য গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। এবং এসবের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি সিপিবি মিরসরাই উপজেলার সাধারণ সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিরসরাই উপজেলার সাধারণ সভা গত ৫ সেপ্টেম্বর ফরিদুল ইসলামের সভাপতিত্বে। এতে জেলা সাধারন সম্পাদক অশোক সাহা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি খুবই নাজুক। লুটপাট তন্ত্র, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থা জনজীবনকে দূর্বিসহ করে তুলেছে। কর্তৃত্ববাদী জীবন ব্যবস্থার যাঁতাকলে মানুষ পিষ্ট। এর থেকে পরিত্রাণের জন্য জোট মহাজোটের বাইরে বাম প্রগতির বিকল্প শক্তি ও সংগ্রাম গড়ে তুলতে হবে। সভায় আরো আলোচনা করেন, জানে আলম, পলাশ পাল। বিজ্ঞপ্তি সিপিবি গলাচিপা কমিটির সভা গলাচিপা সিপিবি কার্যালয়ে গলাচিপা উপজেলা কমিটির এক সভা সভাপতি আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মুক্তিযুদ্ধকালীন সরকারের অন্যতম উপদেষ্টা, ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও সিপিবি দুমকী কমিটির সদস্য কমরেড অনীল দাসের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয় ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিপিবি পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সমীর কর্মকার সভায় উপস্থিত ছিলেন। সভায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নজিরবিহীন নৈশকাীন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের মাধ্যমে যেভাবে কর্তৃত্ববাদী শাসনের নামে শোষণ ব্যবস্থা চালিয়ে যাচ্ছে তা থেকে গণমানুষের প্রকৃত মুক্তির জন্য, দ্বি-দলীয় ব্যবস্থার বাইরে সিপিবির নেতৃত্বে বৃহত্তর বিকল্প বাম বলয় গড়ে তুলে সর্বাত্মক আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়। সিপিবির উদ্যোগে গলাচিপায় নভম্বর মাসে জনসভাসহ পদযাত্রা, বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি গাইবান্ধায় সিপিবির উপজেলা ও শাখা নেতৃত্বের সাংগঠনিক কর্মশালা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর উপজেলা ও শাখা নেতৃত্বের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ। সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় উপজেলা ও দারিয়াপুর অঞ্চল কমিটির সদস্যবৃন্দ ও পনেরজন শাখা সম্পাদক দিনব্যাপী কর্মশালায় অংশ নেন। উল্লেখ্য আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে জেলার সকল উপজেলায় এরূপ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..