শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
সুবীর রায় খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুবীর কুমার রায় (৫৫) ভারতের পশ্চিমবঙ্গের নারায়ণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগর কমিটি, সোনাডাঙ্গা থানা, সদর থানা, খালিশপুর থানা, দৌলতপুর থানা, খানজাহান আলী থানা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি রেজাউল করিম বাবু ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলার সাবেক সভাপতি রেজাউল করিম বাবু গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ২০০৫-০৬ সালে লালমনিরহাট জেলায় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর অকাল মৃত্যুতে ছাত্র ইউনিয়ন পরিবার গভীরভাবে শোক প্রকাশ করছে। এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, তিনি আমাদের এই আদর্শের লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর আদর্শ ধারণ করেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করে যাবে। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। বিজ্ঞপ্তি কাজী জয়নাল আবেদিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাপ্তাই উপজেলা কমিটির প্রাক্তন সদস্য চন্দ্রঘোনা কে.আর.সি’র শ্রমিক নেতা কাজী জয়নাল আবেদিন এর মৃত্যুতে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নবী, সাধারণ সম্পাদক অশোক সাহা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক মৃণাল চৌধুরী এক শোক বিবৃতেতে পার্টির প্রাক্তন সদস্য সংগ্রামী শ্রমিক নেতা কাজী জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর ভোরে তিনি তার চট্টগ্রাম নগরস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ৪ সেপ্টেম্বর বিকালে, চট্টগ্রাম সিপিবি কার্যালয়ে কাজী জয়নাল এর মৃত্যুতে এক শোক সভা মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে কাজী জয়নাল অসমান্য অবদান রেখেছেন। তার মত শ্রমিক দরদী নেতা এখন বিরল। শোক সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক অশোক সাহা, মোঃ মছি উদ দোলা, অধ্যাপক কানাই দাশ, নুরুচ্ছাপা ভূইয়া, ডাক্তার মো. মহসিন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..