শিশু সায়মার বাসায় নারীনেতারা হত্যাকারীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : প্রগতিশীল নারী সংগঠনসমূহের নেতৃবৃন্দ গত ১০ জুলাই, ঢাকার ওয়ারীতে নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের শিকার শিশু সায়মার বাসায় যান। নেতৃবৃন্দ তার পরিবার ও স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন। এসময় তারা শিশু সায়মা হত্যাকারীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সায়মার হত্যাকারী গ্রেফতার হলেও পরিবারের নিরাপত্তা ও হত্যাকারীর শাস্তি দ্রুত নিশ্চিত হওয়ার বিষয়ে তার পরিবার নেতৃবৃন্দের কাছে শঙ্কা প্রকাশ করেন। এমন বর্বর ঘটনার পর এলাকাবাসী তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, জলি তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের অর্থ সম্পাদক তসলিমা আক্তার বিউটি, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা। উল্লেখ্য, গত ৫ জুলাই নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলা থেকে সিলভারডেল স্কুলের শিক্ষার্থী সামিয়া আফরিন সায়মার (৭) লাশ উদ্ধার করা হয়। বেশ কয়েকঘণ্টা ধরে নিখোঁজ থাকায় বাবা-মা ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে আটটার দিকে নির্মাণাধীন ওই ভবনের একটি কক্ষে শিশুটির মরদেহ খুঁজে পান। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয় বলেও পরে তদন্ত কর্মকর্তারা নিশ্চিত হন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..