মুরগির জিন সংশোধন করে বার্ড ফ্লু থেকে রক্ষা!

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞানীরা এমন মুরগি জন্ম দেবেন যার দেহে বার্ড ফ্লু বাসা বাঁধতে পারবে না। মুরগির জিন এডিট করে সেই পথে এক ধাপ এগিয়েও গেছেন তাঁরা। অন্তত একশ’ বছর ধরে বিশ্বে বড় এক আতঙ্কের নাম বার্ড ফ্লু। সর্বশেষ ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে সারা বিশ্বে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণ কেড়েছিল এইচওয়ানএনওয়ান ভাইরাস। তবে পাখিবাহিত ভাইরাসের কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল ১৯১৮ থেকে ১৯২০ সালের মধ্যে। তখন একই ভাইরাসের কারণে মারা গিয়েছিল প্রায় পাঁচ কোটি মানুষ। আবার বার্ড ফ্লু-র এমন হানার আশংকা থেকে বিশ্বকে দূরে রাখার উপায় দীর্ঘ দিন ধরেই খুঁজছেন বিজ্ঞানীরা। এতদিন নিশ্চিত কোনো উপায় তাঁরা খুঁজে পাননি। তবে অবশেষে ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের রসলিন ইনস্টিটিউটের গবেষকরা তেমন সাফল্যই পেতে চলেছেন। পরীক্ষাগারে মুরগির ছানার ডিএনএ-র একটি অংশ থেকে এএনপি৩২ প্রোটিন সরাতে পেরেছেন তাঁরা। বিজ্ঞানীরা বলছেন, এই প্রোটিনেই বার্ড ফ্লুর ভাইরাস আশ্রয় নেয়। সুতরাং এই প্রোটিন মুরগির ডিএনএ থেকে সরানোর ফলে মুরগি ওই ভাইরাসে সংক্রমিত হওয়ার আশংকা থেকে একেবারে মুক্ত। গত ৪ জুন বিজ্ঞান বিষয়ক জার্নাল ইলাইফ-এ এ বিষয়ে একটি নিবন্ধ ছাপা হয়েছে। সেখানে রসলিন ইনস্টিটিউটের গবেষক মাইক ম্যাকগ্রিউ জানিয়েছেন, তাঁদের পরবর্তী লক্ষ্য জিন-এডিটিং টেকনোলজির মাধ্যমে এমন মুরগি জন্ম দেয়া যা বার্ড ফ্লু-তে আক্রান্ত হবে না। ইলাইফকে তিনি বলেছেন, ‘এটা (গবেষণায়) এমন এক অগ্রগতি যার ফলে আমরা এখন জিন-এডিটিং টেকনোলজি ব্যবহার করে বার্ডফ্লু-প্রতিরোধী মুরগি জন্ম দেয়ার আশাও করতে পারি।’ মাইক ম্যাকগ্রিউ অবশ্য এ-ও জানিয়েছেন যে, এখনো সেই ধরনের মুরগির ছানা জন্ম দেয়া সম্ভব হয়নি। তা করার আগে এডিট করা ডিএনএ মুরগির দেহে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না এ বিষয়ে নিশ্চিত হতে চান বিজ্ঞানীরা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..