আন্দোলনে পাওনা আদায় লুমান শ্রমিকদের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : তিনমাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে পাওনা আদায় করে নিয়েছেন লুমান গ্রুপের শ্রমিকরা। গত ২ মে প্রতি কর্মবছরের জন্য এক মাসের সমান মূল মজুরি, অর্জিত ছুটির টাকা এবং বিনা নোটিশে চাকুরিচ্যুতির ক্ষতিপূরণ বাবদ পাওনার আংশিকসহ সর্বমোট ২ কোটি ৪ লক্ষ ৭৫ হাজার ৯২৮ টাকা গ্রহণ করেছে। তবে মধ্যস্তরের ৬৪ জন স্টাফের আংশিক পাওনা এখনও বকেয়া রয়েছে। ঢাকার প্রত্যন্ত বাউনিয়া এলাকায় বিজিএমইএর নতুন কার্যালয়ে শ্রমিকদের এ পাওনা পরিশোধ করা হয়। ওই দিন দুপুর দুইটা থেকে টাকা পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ সন্ধ্যা সাতটায় বকেয়া পাওনার টাকা নিয়ে পৌঁছায়। রাত সাড়ে তিনটায় টাকা বিতরণ শেষ হয়। গার্মেন্ট টিইউসির নেতৃবৃন্দ শেষ রাতে পুলিশ পাহারায় রিজার্ভ বাসে করে সকল শ্রমিককে নিয়ে ওই এলাকা ত্যাগ করেন। শেষ পর্যন্ত কোন দুর্ঘটনা ছাড়াই শ্রমিকরা তাদের পাওনা নিয়ে ঘরে ফিরতে পেরেছে। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ না করেই লুমান গ্রুপের মালিবাগে অবস্থিত দুটি কারখানা লুমান ফ্যাশন এবং লুফা গার্মেন্ট বন্ধ করে দেয়ার চেষ্টা করে মালিকপক্ষ। শ্রমিকরা আইনি পাওনার দাবিতে টানা ছয় রাত সাত দিন কারখানায় অবস্থান করলে মালিক শ্রমিক ও সরকার পক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। মালিকপক্ষ চুক্তি অনুসারে পাওনা পরিশোধ না করে তিন দফা চুক্তিভঙ্গ করে। শ্রমিকরা পাওনা আদায়ে টানা তিন মাস আন্দোলন করে অবশেষে দাবি আদায় করেছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..