‘আলোকিত’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি বিরাট এক কাজ করে বসেছে। পল্লীবিদ্যুতের কাজই হচ্ছে অন্যের বাড়িঘর আলোকিত করা, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। কিন্তু এইবারের ঘটনার মধ্য দিয়ে সারা দেশেই নিজেদের মুখ আলোকিত করে তুলেছে পল্লীবিদ্যুৎ। বাংলাদেশে অন্যান্য খাত নিয়ে কমবেশি দুর্নীতির নানা কথা চালু আছে। কিন্তু পল্লীবিদ্যুতে দুর্নীতি হয়, পল্লীবিদ্যুৎ তার গ্রাহককে হয়রানি করেছে, পল্লীবিদ্যুৎ মিটার না দেখে ভুতুড়ে বিল করে- এ ধরনের অভিযোগ এই বঙ্গে যে চিরকাল অন্ধকারে আছে কেউ বলতে পারবে না। পল্লীবিদ্যুৎ এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে ল্যাম্পপোস্টের মতো আলোকিত, নিরন্তর সততা আর উদীয়মান ‘ভাবমূর্তির’ হাজার ওয়াটের একটা বাতি। কারণ, মাত্র চার হাজার টাকা বিল বকেয়া রাখার জন্য পল্লীবিদ্যুৎ কুমিল্লার এক ব্যক্তিকে জেলের ভাত খাইয়ে ছেড়েছে। ফলে বাংলাদেশে লাখ লাখ, কোটি কোটি টাকা বিদ্যুতের বকেয়া বিলধারীরা যে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। খবরে প্রকাশ, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের দিনমজুর আবদুল মতিনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। পল্লীবিদ্যুতের দাবি, পা-ফাটা, দাঁদওয়ালা, অপুষ্টিতে ভোগা লুঙ্গিপড়া এই মতিন চার হাজার টাকা বকেয়া বিল দেয়নি। আপনি বলবেন, তাহলে তাঁকে জেলে দেওয়া ঠিকই আছে। আইন সবার জন্য সমান। অপরাধ করলে তাঁকে শাস্তি পেতেই হবে। কিন্তু না, এটাই মতিনের একমাত্র অপরাধ না। মতিনের ভয়ঙ্কর অপরাধ হচ্ছে, তাঁর খায়েশ হয়েছিল বাড়িতে বিদ্যুৎ নেওয়ার। ১৫ হাজার টাকার মধ্যে প্রথমে চার হাজার টাকা পল্লীবিদ্যুতের দুই দালালকে দেন মতিন। এরপর আর এগুতে পারেননি তিনি। পরে মতিনের নামে আবেদনপত্রের মধ্যে শফিকুলের ছবি লাগিয়ে মিটারটি তাকেই দিয়ে দেয় দালাল। বলার অপেক্ষা রাখে না, দালালদের কথামতো পল্লীবিদ্যুতের কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সঙ্গেই এই কাজ করেছেন। পাড়ার সবার বাড়িতে বিদ্যুৎ এলেও মতিনের বাড়ি অন্ধকারই থাকে। কিন্তু মতিনের মিটারটি যিনি পান তিনি নিজের ঘর আলোকিত করে দীর্ঘদিন বিলটিও বকেয়া রেখে দেন। ফলে বিদ্যুৎ না নিয়েও অন্যের বকেয়া বিলের কারণে মতিনকে জেল-হাজতে যেতে হলো। এই অন্ধকার থেকে আলোতে আসতে চাওয়ার চেষ্টাই ছিল মতিনের ‘ভয়ঙ্করতম’ অপরাধ! ফলে সে তার শাস্তি পেয়েছে!

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..