তিন বছরেও শেষ হয়নি সেতুটির নির্মাণকাজ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নে রত্নাই নদের ওপর ১২০ মিটার পিসি গার্ডার সেতুটির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ৩১ মে। কাজ শুরুর পর এরই মধ্যে পার হয়ে গেছে প্রায় তিন বছর। তবে এখন পর্যন্ত নির্মাণকাজের অর্ধেকও শেষ হয়নি। ঝুলে আছে নতুন করে নির্মাণকাজের সময় বৃদ্ধির প্রক্রিয়াও। লালমনিরহাট নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, কনস্ট্রাকশন অব লার্জ ব্রিজ অন উপজেলা অ্যান্ড ইউনিয়ন রোড প্রজেক্টের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সেতু নির্মাণের উদ্যোগ নেয়। উদ্দেশ্য ছিল, ইউনিয়নের কর্ণপুর ও দুরাকুটির কয়েক হাজার মানুষের দুর্ভোগ লাঘব। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট এলজিইডি ৫ কোটি ২৪ লাখ ৩২ হাজার ২৭১ টাকা চুক্তিতে নির্মাণকাজের দায়িত্ব দেয় মেসার্স সুরমা অ্যান্ড আবু বক্কর নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ওয়ার্ক অর্ডার হয় ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর। কথা ছিল ২০১৮ সালের ৩১ মে নির্মাণকাজ শেষ করতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি কাজ শেষ তো করেইনি, উল্টো চুক্তির ২ কোটি ৩৩ লাখ টাকা তুলে নিয়েছে। তবে এলজিইডি দাবি করছে সেতুটির নির্মাণকাজের ৬০ শতাংশ শেষ হয়েছে। এছাড়া গত ১ জানুয়ারি এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন পাঠানো হয়েছে। এদিকে সেতুর নির্মাণকাজ শেষ করতে মেয়াদ বৃদ্ধির জন্য করা আবেদনের কোনো সুরাহা হয়নি। কিন্তু নতুন যোগদানকৃত নির্বাহী প্রকৌশলীর চাপে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক গোলাম রব্বানী নড়েচড়ে বসেছেন বলে জানা গেছে। তিনি এরই মধ্যে ফের নির্মাণকাজ শুরু করেছেন। লালমনিরহাট সদর উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান দাবি করে বলেন, চুক্তি মোতাবেক কাজ বুঝে নেয়া হবে। সেতুটিতে ৪০ মিটারের ১২টি গার্ডার ও তিনটি স্প্যান থাকার কথা। এছাড়া দুটি এবাটমেন্টের ওপর সেতুটির দৈর্ঘ্য হবে ১২০ মিটার ও প্রস্থ হবে ৭ দশমিক ৩২ মিটার। এর মধ্যে এখন পর্যন্ত এবাটমেন্ট, দুটি স্প্যান ও দুটি গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। এখন অবশিষ্ট স্প্যান ও গার্ডার নির্মাণের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-ঠিকাদার মো. মোন্নাফ মিয়া বলেন, ‘কাজের মেয়াদ শেষ হয়েছে কিনা তা আমি জানি না। তবে বর্ষার সময় নির্মাণকাজ বন্ধ ছিল। এখন আবারো কাজ শুরু হয়েছে।’ এ বিষয়ে কথা হলে লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুজ্জামান বলেন, ‘আমি সবেমাত্র এখানে যোগদান করেছি। মোগলহাটে রত্নাই নদের ওপর নির্মাণাধীন সেতুটির নির্মাণকাজ বন্ধ ছিল। আগে কী হয়েছে তা জানি না। আমি যোগদানের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দিয়ে নির্মাণকাজ শুরু করা হয়েছে। তবে নতুন করে নির্মাণকাজের সময় এখন পর্যন্ত বৃদ্ধি করা হয়নি। কারণ ঠিকাদারি প্রতিষ্ঠান তার সিকিউরিটি মানির ব্যাংক গ্যারান্টির মেয়াদ বৃদ্ধি না করলে নির্মাণকাজের মেয়াদও বৃদ্ধি করা সম্ভব হবে না।’
শেষের পাতা
নওগাঁয় ন্যায্য মূল্যের দাবিতে সড়কে সবজি ফেলে প্রতিবাদ
বাগেরহাটে ১৫০ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে পড়ছে শিশুরা
জীবিকায় তাদের একমাত্র সম্বল বাইসাইকেল
৪০ টাকায় বছরজুড়ে কৃষকের ক্ষেতে পানি
শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় স্কপের উদ্বেগ
নাব্য সংকটে তিতাস এখন আবাদি জমি
‘শিক্ষাবার্তার ২৮ বছর পথচলা’ সচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন
সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক
‘উপজেলা নির্বাচন পুরোপুরি অর্থহীন
আমনের ক্ষতি পোষাতে তিস্তার চরে আগাম জাতের ভুট্টাচাষ
কপোতাক্ষ খননের সুফলে বাধা অসমাপ্ত সেতুর ভাঙা পিলার
বগুড়ায় ফুল বিকিকিনির মহোৎসব
এক বিচ্ছিন্ন জনপদের নাম দক্ষিণ চর কালিদাস

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..