রহমান মিজানের মৃত্যু সিপিবি’র শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সংগঠক ও সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রহমান মিজান গত ৮ জানুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কমরেড মিজান বাসদ সমর্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্র কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছাত্র আন্দোলন শেষে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)তে যোগ দেন। সার্বক্ষণিক কর্মী হিসেবে তিনি সুনামগঞ্জে সিপিবি গড়ে তোলার কাজে নিয়োজিত হন। এসময় তিনি হাওর অঞ্চলের কৃষকদের নিয়ে বিভিন্ন আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরে এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম কমরেড রহমান মিজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা হাওর অঞ্চলে পার্টি গড়ার ক্ষেত্রে তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সিপিবি নেতৃবৃন্দ কমরেড মিজানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। কৃষক সমিতির শোক: বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিবি সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক কৃষকনেতা রহমান মিজানের মৃত্যুতে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কৃষক নেতৃবৃন্দ বলেন, রহমান মিজান ছিলেন একজন নিঃস্বার্থ, ত্যাগী নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী। তিনি সংগঠনের প্রয়োজনে সার্বক্ষণিক কর্মী হিসেবে আমৃত্যু রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নিজেকে উৎসর্গ করে গেছেন। তার মৃত্যুতে কৃষক আন্দোলনের সমূহ ক্ষতি হয়েছে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..