চাঁদে আবার নভোচারী পাঠাবে যুক্তরাষ্ট্র

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিজ্ঞান ডেস্ক : কয়েক দশক পরে মার্কিন নভোচারীদের আবার চাঁদে পাঠাতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন যখন চাঁদ অভিযান নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ই এই নয়া মহাকাশ নীতি ঘোষণা করলেন ট্রাম্প। সেখানেই জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্রই অগ্রণী ছিল, আছে আর থাকবেও। এই নিয়ে সম্প্রতি হোয়াইট হাউসে নয়া মহাকাশ নীতি ‘স্পেস পলিসি ডিরেক্টভ-১’ স্বাক্ষর করলেন ট্রাম্প। শেষ যে বার যুক্তরাষ্ট্রের নভোচারী চাঁদে গিয়েছিলেন, সেটা ছিল ১৯৬০ থেকে ১৯৭০ সালের অ্যাপোলো অভিযানের সময়। তার পরে কেটে গিয়েছে কয়েক দশক। আমেরিকাকে তাই ফের চাঁদে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমেরিকার সেই গৌরবময় অধ্যায় ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ। মহাকাশ নীতি ঘোষণার অনুষ্ঠানে নাসা-কে তিনি নির্দেশ দিয়েছেন, মার্কিন মহাকাশচারীদের ফের চাঁদে পাঠানো হবে। পরবর্তীকালে যা মঙ্গল অভিযানে তাদের আরও এক ধাপ এগিয়ে দেবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..