কট্টরপন্থিদের রোষে পাক আইনমন্ত্রীর পদত্যাগ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : ধর্মীয় কট্টরপন্থিদের চাপের মুখে গত ২৭ নভেম্বর পদত্যাগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। দেশটির কর্মকর্তা ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির বরাত দিয়ে গত ২৭ নভেম্বর ডন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। জাহিদ হামিদ প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর এই পদত্যাগ শিগগিরই অনুমোদন করা হবে বলে সরকারি সূত্রগুলো বলছে। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলেও পিটিভির খবরে উঠে আসে। ধর্মীয় অবমাননার অভিযোগ এবং এর জের ধরে আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে পাকিস্তানে বেশ কিছু দিন ধরেই শুরু হয় বিক্ষোভ। ইসলামাবাদে প্রবেশের প্রধান পথ ফাইজাবাদ মহাসড়কে অবস্থান নেন ধর্মীয় দল তেহরিক-ই-লাব্বায়িকের সমর্থকেরা। বছর দুই আগে প্রতিষ্ঠিত প্রায় অপরিচিত এই দলের সঙ্গে যোগ দিয়েছে আরও কয়েকটি ধর্মীয় দল। ২৫ নভেম্বর নিরাপত্তা বাহিনী ধর্মীয় কট্টরপন্থিদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়। আহত হয় অন্তত ২ শতাধিক। দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এরপরও সরে যাননি ধর্মীয় দলগুলোর সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনী মোতায়ন করা হয়। ২৬ অক্টোবর সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা সরকারকে সাহায্য করার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..