ভালোবাসায় সিক্ত জসিম মণ্ডল

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

কমরেড জসিম উদ্দিন মণ্ডল
একতা প্রতিবেদক : ‘লাল পুষ্পাঞ্চলে আপনার নাম শুনেছি। জর্দা মাখানো মুখের অপরূপ পাশবিকতায়, দীর্ঘশ্বাস দীর্ণ বুকের খামচি মুছতে মুছতে ভেবেছি যে আপনি আছেন। আমার মেরুন ট্রাঙ্কে আপনার চোখের মনিটা দেখে অনেক খামচি তলিয়ে দিয়েছি। আজ শুনলাম, হরতকি গাছের সমান জসিম মণ্ডল চলে গেছেন’। হ্যা হরতকি গাছের সমান জসিম মণ্ডল লাল ফুলের স্বপ্ন দেখাতে দেখাতে চলে গেছেন। তবে কবির মতোই তলিয়ে রাখা অসংখ্য খামচির আচড় দৃশ্যমান হয়েছে তাঁর এই চলে যাওয়ায়। গঙ্গা থেকে যমুনায় মিহি করে হলেও প্রবাহিত হয়েছে একটি বেদনার বিষাদ। বাংলার একপ্রান্ত থেকে অপর প্রান্তে বিপ্লবের এঁই চালতা ফুলের জন্য ঝড়েছে ভালোবাসার ফল্গুধারা। শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে স্মরণ করেছে বিপ্লবের এই সাগ্নিক পুরুষকে। যিনি কিনা গত ২ অক্টোবর ভোরের স্নিগ্ধতায় শেফালি ফুলের গন্ধ শুকতে শুকতে জীবনের রেল ছেড়ে অনন্তের রেলে চেপে বসেছেন। যার জন্য সারাদেশের সমাজ বদলের সারথিরা শ্রদ্ধা ও ভালোবাসায় নত হয়েছেন। এদিকে গত ৩ অক্টোবর সকালে বারডেম হাসপাতালের হিমঘর থেকে কমরেড জসিম মণ্ডলের মরদেহ সিপিবি’র কেন্দ্রীয় অফিস মুক্তিভবনে নিয়ে আসা হয়। সেখানে কেন্দ্রীয় কমিটিসহ সিপিবি’র বিভিন্ন জেলা, থানা ও শাখা কমিটি এবং বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিভবনে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সিপিবি’র নেতা-কর্মীরা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে কমরেড জসিম ম-লকে বিদায় দেন। সেখান থেকে মরদেহসহ একটি শোক র্যা লি নিয়ে সিপিবি নেতাকর্মীরা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কিংবদন্তি এই শ্রমিকনেতাকে শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তির

পুরানা পল্টনের মুক্তিভবনে ৩ অক্টোবর কমরেড জসিম উদ্দিন মণ্ডলকে শ্রদ্ধা জানাচ্ছেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ
পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে জসিম উদ্দিন মণ্ডলের মরদেহ ওইদিন রাত ১০টায় জসিম মণ্ডলের মরদেহ জন্মস্থান কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে তাঁর প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের কনিউনিস্ট পার্টি কুষ্টিয়া জেলা শাখার পরিচালনায় প্রথমেই সিপিবি জেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্র ইউনিয়ন, য্বু ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, সজীব খেলাঘর আসর ও পার্টির সহযোগী অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এর পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, বাসদ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল, গণতন্ত্রী পার্টিসহ জেলার বিভিন্ন দলের নেতৃবৃন্দ তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, শিল্পকলা একাডেমী, জেলা ক্রীড়া সংস্থা, জ্যোতি ডেভলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ ও শৈলকুপা শাখার নেতৃবৃন্দ, প্রত্যয় যুবসংঘ, শ্রমিক লীগ, মটর শ্রমিক ইউনিয়ন, রেনউইক শ্রমিক লীগের নেতৃবৃন্দ, কাজী আরিফ আহমেদ স্মৃতি সংসদ, কর্নেল তাহের ব্রিগেড, শহীদ শামসুল হাদী স্মৃতি সংসদ, জাতীয় শ্রমিক জোট কুষ্টিয়া শাখা, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। একই সময় শ্রদ্ধা নিবেদন করেন সিপিবি আমলা বাজার শাখার সদস্য রাহাত আলী ও শিক্ষক নেতা হামিদুল ইসলাম। জাসদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহর নেতৃত্বে আমলা বাজারেও এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে রাত ৮টায় কুষ্টিয়ায় আসার পথে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুমারখালীর নেতৃবৃন্দ ও অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ

কমরেড জসিম উদ্দিন মণ্ডলের কফিনে পরিবারের শ্রদ্ধাঞ্জলি
জসিম মণ্ডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরদিন ৪ অক্টোবর সকাল ৬.৩০ মিনিটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় দৌলতপুর উপজেলার সাতারপাড়া স্কুল মাঠে। সেখানে জসিম মণ্ডলের নিজ জন্মভূমির মানুষ তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এসময় দৌলতপুরের সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন এই আজীবন বিপ্লবীর প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টায় তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তাঁর লাশ নিয়ে যাওয়া হয় পাবনার ঈশ্বরদীতে। একতা’র পাবনা জেলা প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো প্রতিবেদন অনুযায়ী সেখানে পার্টি কমরেডরা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত গেয়ে এই চিরবিপ্লবীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। প্রশাসনের পক্ষ থেকে সেখানেও তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া ঈশ্বরদীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য দিয়ে তাঁর প্রতি শেষবারের মতো গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড মঞ্জরুল আহসান খান, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, আব্দুল্লাহ আল কাফি রতন, ইসমাইল হোসেন, এনামুল হক, এসএ রশিদ, আব্দুর রাজ্জাক, অ্যাড রণেশ মৈত্র, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তাঁর কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা নির্বাহী অফিসার, সিপিবি পাবনা জেলা কমিটি, ঈশ্বরদী উপজেলা কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাবনা জেলাও উপজেলা সংসদ, ঈশ্বরদী উপজেলা কৃষক সমিতি, ট্রেড

পুরানা পল্টন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে শোক র‌্যালি
ইউনিয়ন কেন্দ্র ঈশ্বরদী, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনী পাবনা জেলা, ন্যাপ পাবনা জেলা কমিটি, ঐক্য ন্যাপ পাবনা জেলা কমিটি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, সিপিবি নাটোর, রাজশাহী জেলা, নওগাঁ জেলা, সিরাগঞ্জ জেলা, কুষ্টিয়া জেলা, রাজবাড়ী জেলা, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, খুলনা জেলা, ফরিদপুর জেলা, ছাত্র ইউনিয়ন নাটোর ও সিরাজগঞ্জ জেলা সংসদ, খেলাঘর ঈশ্বরদী উপজেলা, উদীচী ঈশ্বরদী, পাকশী ও পাবনা জেলা, ঈশ্বরদী প্রেসক্লাব, জাসদ ঈশ্বরদী উপজেলা, বিএনপি ঈশ্বরদী পৌর শাখা, আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা, পূর্বটেংরী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওইদিন সকালেই ঈশ্বরদীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জসিম মণ্ডলের প্রয়াণে সিপিবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল ও শোক সভা করা হয়। সারাদেশ থেকে সংবাদদাতাদের পাঠানো খবর : গাইবান্ধায় শোক মিছিল: এদিকে প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম মণ্ডলের প্রয়াণে সিপিবির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে গত ০৩ অক্টোবর এক শোকর্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লির পূর্বে কমরেড জসিম মণ্ডল স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমানের সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। নোয়াখালীতে শোকসভা, মৌন মিছিল: একই দিন বিকেলে প্রখ্যাত শ্রমিক নেতা

কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান
কমরেড জসিম মণ্ডলের প্রয়াণে সিপিবির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে এক শোকসভা শেষে বিশাল শোক র্যা লি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা সিপিবির সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও ডা. আবু তাহের ভূঁঞার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন কমরেড অধ্যাপক অশোক সাহা, কমরেড মোল্লা হাবিবুর রাসুল মামুন, কমরেড মজিবল হক মজিব, জনাব শ্যামল কান্তি দে, জনাব আ ন ম জাহির উদ্দিন, কমরেড তারেকেশ্বর নান্টু, কমরেড মাখন লাল ও কমরেড প্রদ্যুৎ কান্তি পাল প্রমুখ। চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের শোক: আপসহীন আজীবন বিপ্লবী কমরেড জসিম মণ্ডলের মৃত্যুতে গত ০৫ অক্টোবর স্মরণসভা করেছে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ। স্মরণসভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ সদস্য আতিক রিয়াদ। স্মরণসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী। ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সদস্য এ্যানি সেন এর পাঠানো প্রতিবেদনে এ খবর জানানো হয়। ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সদস্য ইমরান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সদস্য এ্যানি সেন, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহবুবা জাহান রুমি, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সদস্য শোভন কুমার দাশ ও শাহরিয়ার রাফি প্রমুখ। কক্সবাজারে ছাত্র ইউনিয়ন-উদীচীর শ্রদ্ধা: উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দীন মণ্ডলের মৃত্যুতে গত ৩ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার পুরাতন শহীদ মিনারে তাঁর

কুষ্টিয়া শহরে ৩ অক্টোবর রাতে শ্রদ্ধা জানায় হাজারো মানুষ
প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ ও উদীচী জেলা কমিটি। এসময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন আহমদ, উদীচীর সভাপতি কল্যাণ পাল, জেলা কালচারাল অফিসার আয়াছমাবুদ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, জেলা সংসদের সভাপতি অর্পন বড়ুয়া, সাধারণ সম্পাদক পাভেল দাশ, উদীচীর সহসাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, ছাত্রনেতা রাহুল মহাজন, মোস্তাক আহাম্মদ, উদীচী কক্সবাজার সরকারী কলেজ শাখার সভাপতি জাহেদুল হক সুমন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় শোকসভা: উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড জসিম উদ্দিন মণ্ডলের প্রয়াণে গত ০৩ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারে এক শোকসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। একতা’র জেলা প্রতিনিধি শাহজাহান সোহেল-এর পাঠানো প্রতিবেদনে এ শোকসভার কথা জানানো হয়েছে। জেলা সিপিবির সভাপতি কমরেড শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম এর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অ্যাড. আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, বাংলাদেশের ইউনাইডেট কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড মতিলাল বণিক, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, জেলা কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, জেলা কমিটির সদস্য কমরেড ঈশা খান, কমরেড অসিত পাল। বগুড়ায় শোক মিছিল: উপমহাদেশের কিংবদন্তি কমিউনিস্ট নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের

পাবনার ঈশ্বরদীতে ৪ অক্টোবর সকালে জনতার শ্রদ্ধাঞ্জলি
কমিউনিস্ট পার্টির উপদেষ্টা প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্মরণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক শোক র্যা লি পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোক র্যা লির পর পার্টি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. দুলাল কুন্ডু, সম্পাদকমণ্ডলীর সদস্য সাহা সন্তোষ, হাসান আলী শেখ, সহ সাধারণ সম্পাদক হরিশংকর সাহা, সদর উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুস সাত্তার তারা ও সন্তোষ কুমার পাল। নীলফামারীতে শোক মিছিল: ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ও শ্রমিক, মেহনতি মানুষ ও মানবমুক্তির মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা কমরেড জসিম উদ্দিন ম-লের প্রয়াণে সিপিবি নীলফামারী জেলার উদ্যোগে প্রয়াত কমরেডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিবসের শুরুতে কালো ব্যাজ ধারণ, ব্যানার, লাল পতাকাসহ মৌন মিছিল কালীবাড়ী মোড় থেকে সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কালীবাড়ী মোড়ে এসে শেষ হয়। এরপর সিপিবির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদাস রায়ের সভাপতিত্বে আলোচনার সভার শুরুতে প্রয়াত কমরেড জসিম মণ্ডলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, ইউসিএল নেতা স্মরণী বিশ্বাস, উদীচীর সাধারণ সম্পদাক নারায়ণ অধিকারী, মোস্তাক আহমেদ, ডা. প্রাণকুমার রায়, ত্রৈলোক্য রায় ও হরি কিশোর রায়। বক্তাগণ কমরেড জসিম মণ্ডলের কর্মময় জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..