দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি বামজোটের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : আসন্ন দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া ও নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতনসহ পাওনা পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে। সভায় সারাদেশে বামপন্থি নেতাকর্মীদের সজাগ থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনে সহায়তা করার আহ্বান জানানো হয়। সভায় নাসা গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সমুদয় পাওনা পরিশোধসহ কারখানা চালুর দাবি জানানো হয়। সভায় আন্দোলনরত শ্রমিকদের ওপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশিদের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে বলা হয়, লাভজনক বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার যেকোনো প্রক্রিয়া জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ানো হবে। সভায় চট্টগ্রাম-কক্সবাজারে আমেরিকান সৈন্যের সঙ্গে যৌথ মহড়ায় উদ্বেগ প্রকাশ করে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গত ২৫ সেপ্টেম্বর সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..