জনবল সংকটে দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ বিভাগ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ফেনী সংবাদদাতা : জনবল সংকটে দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবত ছয় পদে জনবল নিয়োগ ও পদায়ন না করায় কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। এতে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় খামারি ও প্রাণীর মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জনবল নিয়োগ না দেয়া হলে সরকারি এ প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন সেবাপ্রার্থীরা। খামারিরা জানান, গত কয়েক বছর যাবত দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ অফিসে কাক্সিক্ষত সেবা পাওয়া যাচ্ছে না। একসময় গ্রাম-গঞ্জে গিয়ে এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন খামার পরিদর্শনের মাধ্যমে প্রাণির রোগ শনাক্ত করে ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দিতেন। কিন্তু এখন আর তাদের তৃণমূলের খামারে দেখা যায় না। উল্টো খামারি ও প্রাণির মালিকদের উপজেলা কার্যালয়ে ছুটে আসতে হয় নানা সমস্যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক জানান, দীর্ঘদিন থেকে কার্যালয়টিতে ভেটেরিনারি সার্জনের পদ শূন্য। এ পদে জনবল না থাকায় নানা সমস্যা পোহাতে হচ্ছে তাদের। এছাড়াও একজন ভেটেরিনারি কম্পাউন্ডার, দুজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্টেন্ট ও একজন ইউএলওর পদও দীর্ঘদিন পর্যন্ত শূন্য রয়েছে। অন্যদিকে আবদুল মতিন নামে একজন ড্রেসারার এখানে পোস্টিং থাকলেও তিনি ডেপুটেশনে ঢাকার মীরপুর কেন্দ্রীয় হাঁস-মুরগি খামারে কর্মরত রয়েছেন। তাছাড়া মাঠপর্যায়ে জনবল সংকটের কারণে চাহিদা অনুযায়ী খামার পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, দীর্ঘদিন শূন্যপদে জনবল নিয়োগ অথবা পদায়ন না করায় প্রাণী দেখা থেকে শুরু করে দাপ্তরিক সব কাজ নিজেই করতে হয়। এতে খামারি ও প্রাণীর মালিকদের সেবা দেয়া সম্ভব হয় না। এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু আল মনছুর জানান, দীর্ঘদিন থেকে দাগনভূঞায় জনবল সংকট রয়েছে। এতে চিকিৎসাসেবা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। আশা করি শিগগিরই কর্মকর্তা পদায়ন করা হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..