অতনু তিয়াস-এর ছড়া

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

স্বপ্নের গবেষক গিন্নির ধাক্কায় খাট থেকে পাক্কায় পড়ে গিয়ে ঘুম থেকে জাগলেন খান সাব বসলেন খাটটায় আর ভুলে আটটায় উঠবো না এই বলে মললেন কান সাব এইরূপ কীত্তি ঘটছেই নিত্যি তথাপিও ঘুম তার ভাঙ্গে না শিগ্রি স্বপ্নের গবেষক কার বা না-হবে সখ? ঘুমিয়েই যদি পান পিএইচডি ডিগ্রি। আমি টোকাই আমি টোকাই কাগজ টোকাই ময়লা ঘেঁটে খাদ্য টোকাই একটি দুটি বোতাম পেলে খুব খুশিতে মাথা ঝোঁকাই। আমি টোকাই বোতল টোকাই মেঘে ভিজি রোদে শুকাই কুকুরগুলোর খাবার টেনে গোগ্রাসে তা পেটে ঢোকাই। আমি টোকাই কাগজ

টোকাই ভদ্রলোকের প্রহার টোকাই কিল, গুঁতা আর লাত্থি খেয়েও শুকনা হেসে কষ্ট লুকাই। আমি টোকাই কাগজ টোকাই জন্ম থেকেই দুঃখ টোকাই পেটের খিদায় নিত্য কাঁদি রাত্র হলে জ্বরে ককাই। আমি টোকাই কাগজ টোকাই মুঠি মুঠি স্বপ্ন টোকাই– একদিন আমি মানুষ হব থাকব না আর হদ্দ বোকাই। মগের মুলুক হচ্ছেটা কী দেশে? হাতির মাথায় পিচ্চি মশা গিটার বাজায় ঠেসে। সাপের মাথায় খুব খুশিতে নৃত্য করে ব্যাং পুঁচকে হরিণ তুলে রাখে বাঘের ঘাড়ে ঠ্যাং। ভালুক কেঁদে বিচার দিল ইঁদুরছানার কাছে চামচিকারা দুষ্টু

ভারি লেগেছে তার পাছে। ছাগল এসে ফন্দি করে মহিষ-গরুর পাশে কালকে থেকে মাংস খাবো মন ভরে না ঘাসে। ঘোড়াগুলো খোঁড়া হয়ে আস্তাবলেই আছে ঝিমায় এবং যাবর কাটে –এমনি করে বাঁচে। অজগরের চোখের জলে যায় বয়ে যায় নদী পিঁপড়াগুলোর কামড় থেকে কেউ বাঁচাতো যদি। বিড়াল বলে, হালুম হালুম আমিই বনের রাজা কুকুরগুলো আন তো ধরে এক্ষুনি দিই সাজা। ট্যারা চোখে তাকিয়ে ভেড়া বাঘের দু-কান মলে চিতার পিঠে চড়ে বানর দেশ ভ্রমণে চলে। এসব দেখে প্রতিবাদে উঠলো ফেটে উলুক এই পশুরা, পাইছটা কী এইটা মগের মুলুক?

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..