সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির আয়োজনে সাধারণ সভায় আলোচনা করছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান [ ছবি: রতন কুমার দাস ]একতা প্রতিবেদক :
সারাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সভা চলমান রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা পর্যায়ে সফর করে এসব সভা অনুষ্ঠিত করছেন। সভায় নেতৃবৃন্দ ছাড়াও সংশ্লিষ্ট পার্টি সদস্য কমরেডগণ রাজনৈতিক আন্দোলন-কর্মসূচি-কংগ্রেস নিয়ে বক্তব্য রাখছেন।
কক্সবাজার : গত ১৩ জুন সকালের দিকে জেলা সিপিবির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি দীলিপ দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম।
এসময় তিনি ত্রয়োদশ কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব এবং খসড়া ঘোষণা ও কর্মসূচির ওপর আলোচনা করেন।
খুলনা : সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বর্তমান সরকার ভুল পথে হাঁটছেন। দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না দিয়ে দেশের লাভজনক নিউমুরিং কনটেইনার পোর্ট বিদেশিদের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা না করে করিডোর দেয়ার জন্য নীতিগত সিদ্ধান্তের কথা বলছেন। এ অঞ্চলের শান্তি ও নিরপেক্ষতা কথা বিবেচনা না করে সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন তিনি।
গত ১৩ জুন সকাল ১১টায় সিপিবি খুলনা জেলা কমিটির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা সাধারণ সভায় তিনি এইসব কথা বলেন।
জেলা সভাপতি ডাক্তার মনোজ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ রশীদ সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পার্টির ত্রয়োদশ কংগ্রেসের খসড়া দলিল “ঘোষণা ও কর্মসূচি” ও “রাজনৈতিক প্রস্তাব” উত্থাপন করেন রুহিন হোসেন প্রিন্স।
বগুড়া : সিপিবির ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে বগুড়া জেলা কমিটির সাধারণ সভা
সিপিবি বগুড়া জেলা কমিটির আয়োজনে সাধারণ সভায় আলোচনা করছেন পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় গত ১৪ জুন সকাল ১১ ঘটিকায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় খসড়া রাজনৈতিক প্রস্তাব, ঘোষণা ও কর্মসূচি পাঠ ও ব্যাখ্যা করেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রেজা।
এসময় রাজনৈতিক প্রস্তাবের উপর আলোচনা ও বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, জেলা কমিটির সম্পাদক এনামুল হক মুকুল, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অখিল পাল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নাজুক, সংঘাতপূর্ণ ও উদ্বেগজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সন্ত্রাস ও হত্যাকান্ড চরম আকার ধারণ করেছে, আইনের শাসন ভেঙ্গে পড়েছে, মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না, বহু কলকারখানা বন্ধ হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে।
অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রাখাইনে মানবিক সহায়তার নামে করিডোর দেওয়ার সিদ্ধান্ত, চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশীদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত উদ্বেগজনক, যা দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দাবি করছে, কালক্ষেপণ না করে অতিদ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যবস্থা করা।
এছাড়াও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি, মুন্সিগঞ্জ জেলা কমিটি, সিলেট জেলা কমিটি, খুলনা জেলা কমিটি সাধারণ সভার খবর পাওয়া গেছে।