ঈদযাত্রায় দীর্ঘ যানজট ভোগান্তিতে যাত্রীরা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। অফিসের ছুটি শেষ হওয়ার আগেই ফিরতে ১৩ জুন থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে বাড়তে থাকে যাত্রীচাপ। তবে অনেক যাত্রীই, বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীরা, দীর্ঘ যানজট ও বাড়তি ভাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও, বিভিন্ন সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের চাপ দেখা গেছে। দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীরা তুলনামূলক কম সমস্যায় পড়লেও হলেও উত্তরের যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন ঈদফেরত যাত্রীরা। গত ১৪ জুন সকাল থেকেও যানজটের খবর পাওয়া গেছে। যমুনা সেতুর পশ্চিম প্রান্তের গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এবং সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩.৫ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানান যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, যমুনা সেতুর ওপর একটি পিকআপ ও ট্রাকের সংঘর্ষ এবং মহাসড়কের বিভিন্ন স্থানে আরও তিনটি যানবাহন বিকলের কারণে এই দীর্ঘ যানজট তৈরি হয়। ঈদ শেষে ঢাকামুখী মানুষের চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। শুক্রবার রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনালসহ সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে যাত্রীদের চাপ দেখা যায়। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে যাত্রী ঠাসা দেখা যায় সদরঘাটে। ঢাকায় আসা প্রায় সব ট্রেনই যাত্রীতে ঠাসা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলী, মহাখালী বাস টার্মিনালে ভিড় কমতে থাকে। সায়দাবাদ বাস টার্মিনালে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, যশোর, ফরিদপুর থেকে ছেড়ে আসা বাসগুলোর যাত্রীর চাপ ছিল। অনেকেই টিকিটের অতিরিক্ত দাম ও বাসের নিম্ন মানের নিয়ে অভিযোগ করেছেন। বরিশাল থেকে ফেরা হুযাইফা আক্তার বলেন, ৫০০ টাকার বাসের টিকিট ৮০০ টাকায় কিনতে হয়েছে। এছাড়া বাসগুলোর মানও খুব একটা ভালো না। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তবে ভাড়ার নৈরাজ্য কমেনি। এছাড়া যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণেও যানজট তৈরি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
প্রথম পাতা
দৈনিক ৬০০ টাকা মজুরিসহ ১০ দফা দাবি চা-শ্রমিকদের
‘মুরাদনগরের ঘটনা প্রমাণ দিচ্ছে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ’
‘২০ বছর লে মজুরির কথাই বলছি’
গণতন্ত্র কায়েমের লড়াইয়ে বাম গণতান্ত্রিক নেতৃত্ব অপরিহার্য
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট নানা কর্মসূচি পালন করবে সিপিবি
বাংলাদেশে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
ফদলস্ফজ
শ্রমিক হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিন
জুলাইয়ের ৩ দিনে হাজারের বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে
‘পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখুন’
মুক্তিযুদ্ধের স্মারক সম্বলিত দেয়াল ভেঙে ফেলায় বামপন্থিদের ক্ষোভ
বাংলাদেশ এখন কোথায়?
‘ভালোমানুষ’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..